লড়াই এবার আরও কঠিন, কৃত্রিম ঘাসে অনুশীলন ভারতীয় দলের

  • নভেম্বরের ১৪ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ
  • খেলতে হবে তাদের ঘরের কৃত্রিম ঘাসের মাঠে
  • দিল্লিতে তাই আলাদা অনুশীলন ইগর স্টিমাচের
  • কৃত্রিম ঘাসের মাঠে অনুশীলনে ভারতীয় ফুটবল দল

Prantik Deb | Published : Nov 10, 2019 12:33 PM IST

ভারতীয় দলের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ভারত। আগামী সপ্তাহে দুটি অ্যাওয়া ম্যাচ খেলতে হবে ইগর স্টিমাচর দলকে। ১৪ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তারপর ১৯ তারিখ ওমানের বিরুদ্ধে মাসকাটে। এখন অফাগান ম্যাচর জন্যই প্রস্তুতি শুরু করেছিন ভারতীয় দলের কোচ। ১৪ তারিখ ম্যাচ খলতে হবে কৃত্রিম ঘাসের মাঠে। তাই দিল্লিতে কৃত্রিম ঘাসের মাঠে দল নিয়ে অনুশীলন শুরু করেছেন ইগর স্টিমাচ। বলছেন, কৃত্রিম ঘাসের মাঠে এবার খেলতে হবেব আমাদের। তাই এখানে এনুশীলন। খুব তারাতারি অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।

 


আরও পড়ুন - জাতীয় হকিতে আশার আলো, এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি প্রাক্তন অধিনায়ক পর্ব-১

শনিবার কৃত্রিম ঘাসের মাঠে প্রথম অনুশীলন পর্বে ফুটবলারদের ওপর বেশি চাপ দিতে চাননি স্টিমাচ। কারণ কৃত্রিম ঘাসের মাঠে ফুটবলারদের চোট লাগার প্রবণতা অনেক বেশি। চোটের জন্য দেলর তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন নেই। আর নতুন করে কোনও চোট সমস্য চাইছেন না তিনি। তাই ধীরে ধীরে এগোতে চাইছেন কৃত্রিম ঘাসের মাঠে। ফুটবলারদের ওপর কড়া নজর রেখেছেন  দলের ফিটনেস ও মেডিক্যাল স্টাফরা। 

 

 

আরও পড়ুন - টিম ইন্ডিয়ার অনুশীলনে বায়ু সেনার পাইলট, কিন্তু কেন

শনিবার প্রথম দিনের অনুশীলনে, আদিল খান, সার্থক গলুই, শাহাল, মন্দার রাও দেশাই, মনবীর সিং, শুভাশিস বোসরা যোগ দিয়েছেন। রবিবার যোগ দেবেন বাকিরা। সোমবার আফগানিস্তান ম্যাচ খেলতে উড়ে যাবে ভারতীয় দল। ১৪ তারিখ সেখানে খেলার পর ওমান ম্যাচ খেলতে চলে যাবে ইগর স্টিমাচের দল। 

আরও পড়ুন - সচিন-কোহলিদের পেছনে ফেললেন শেফালি, ক্যারেবিয়ান দ্বীপে গড়লেন নতুন রেকর্ড
 

Share this article
click me!