ম‍্যাগুয়েরের অতিরিক্ত সময়ের গোলে এফ এ কাপের সেমিতে রেড ডেভিলসরা

Published : Jun 28, 2020, 01:06 PM IST
ম‍্যাগুয়েরের অতিরিক্ত সময়ের গোলে এফ এ কাপের সেমিতে রেড ডেভিলসরা

সংক্ষিপ্ত

কাল রাতে এফ এ কাপের ম্যাচে মাঠে নেমেছিল ম্যান ইউ প্রতিপক্ষ ছিল লিগে সবার নীচে থাকা নরউইচ সিটি প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করেছিলেন ওলে গানার সলশায়ার কঠিন লড়াইয়ের পর জিতেই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা

এফ এ কাপ জয় নিয়ে আত্মবিশ্বাসী ওলে গানার সলশায়ার। তিনি বিশ্বাস করেন রেড ডেভিলসদের স্কোয়াড ডেপথ, এফ এ কাপ জয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে চলেছে। কারণ ফুটবল ফেরার পর লিগের সূচি আরও মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। টানা ম্যাচ খেলতে হচ্ছে ফুটবলারদের। তার মাঝে রয়েছে এফ এ কাপ। দলে গভীরতা না থাকলে দু-দিকে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। এফ এ কাপ জয়ের সাথে সাথে চ্যাম্পিয়ন্স লিগের জন্যও যোগ্যতা অর্জন করাই লক্ষ্য ম্যান ইউয়ের। 

আরও পড়ুনঃলাইভ চ্যাটে অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে ফ্লার্ট শোয়েব মালিকের,হাতেনাতে ধরলেন সানিয়া মির্জা

শনিবার রাতে তারা এফ এ কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল। প্রতিপক্ষ ছিল নরউইচ সিটি। টানা ম্যাচের ধকল এবং লিগে নরউইচের অবস্থান মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন ম্যান ইউ ম্যানেজার। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর ৫১ মিনিটে ম্যাচের প্রথম গোল অডিয়ন লেগহলোর। ৭৫ মিনিটে নরউইচের হয়ে সমতা ফেরায় টড কান্তয়েল। এর পর খেলা গড়ায় ১২০ মিনিট অবধি। ম্যাচ শেষ হয়ে পেনাল্টি শুট-আউটে যাওয়ার ২ মিনিট আগে গোল করে দলকে জয় এনে দেয় হ্যারি ম‍্যাগুয়ের।

আরও পড়ুনঃসুয়ারেজের জোড়া গোলেও পয়েন্ট নষ্ট বার্সার

আরও পড়ুনঃবীরেন্দ্র সেওয়াগের বাড়িতে ভয়ঙ্কর হামলা, আতঙ্কে গোটা পরিবার

এর পরে সেমিতে আর্সেনাল এবং শেফিল্ড ইউনাইটেডের মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে ম্যান ইউ। লিগে তাদের পরের প্রতিপক্ষ ব্রাইটন। সেই দলের বিরুদ্ধে জিতে এক ম্যাচ বেশি খেলে এগিয়ে যাওয়া উলভস কে ধরতে মরিয়া ম্যান ইউ।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?