আজ লিগ টেবিলের তলানিতে থাকা নরউইচের বিরুদ্ধে নামছে ম্যান ইউ

  • ছন্দে ফিরেছে ম্যান ইউনাইটেড
  • এই মুহুর্তে লিগে ৫ নম্বরে রয়েছে তারা
  • আজ তাদের প্রতিপক্ষ দুর্বল নরউইচ সিটি
  • চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনই পাখির চোখ ম্যান ইউয়ের
     

Reetabrata Deb | Published : Jun 27, 2020 8:30 AM IST

ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে ম্যান ইউ। ওলে গানার সলশায়ারের কোচিংয়ে এর আগে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ভালো কিছু পারফরম্যান্স করলেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছিল তারা। কিন্তু ২০২০ সালে করোনা ভাইরাসের সংক্রমণের দরুন ফুটবল বন্ধ হওয়ার আগে মোটামুটি ছন্দে দেখাচ্ছিল তাদের। টানা বেশ কয়েকটি ম্যাচ জিতেছিল তারা। ফুটবল ফেরার পরে জোসে মৌরিনহোর স্পার্সের বিরুদ্ধে পিছিয়ে পরেও ড্র করেছে তারা। তারপর গত ম্যাচে এই মরশুমে ভালো ফর্মে থাকা শেফিল্ড ইউনাইটেড কে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে রেড ডেভিলসরা। 

আরও পড়ুনঃফের এক বিরল প্রতিভার খোঁজ সেওয়াগের,৫ বছরের বাচ্চা চালাচ্ছে জেসিবি, ভাইরাল ভিডিও

গত ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মার্শিয়াল। ২০১৩ এর পর প্রথম কোনও খেলোয়াড় ম্যান ইউয়ের হয়ে হ্যাটট্রিক করলেন। অসাধারণ খেলেও গোল করতে পারেননি মার্কাস র‍্যাশফোর্ড। বহুদিন বাদে মাঠে ফিরেছিলেন পোগবা। ছন্দে দেখিয়েছিল তাকে। ব্রুনো ফার্নান্দেজ-কে অন্যদিনের তুলনায় একটু ফিকে লাগলেও ছন্দেই রয়েছে পর্তুগিজ তারকা। আগের ম্যাচে ভালো পারফরম্যান্স করেছে ম্যান ইউ ডিফেন্সও। তাই আজকের ম্যাচ জিতে চেলসির ওপর চাপ বজায় রাখতে মরিয়া তারা। 

ইটের জবাব পাথর, বিশ্বকাপে ভারতে খেলতে আসা নিয়ে চরমে বিসিসিআই-পিসিবি দ্বন্দ্ব

আরও পড়ুনঃএবার ক্রিকেট কোচ হতে চলেছেন ধোনি,তাহলে কি সত্যিই অবসর আসন্ন

রেড ডেভিলসদের আজকের প্রতিপক্ষ নরউইচ সিটি লিগ টেবিলে সর্বনিম্ন স্থানটি দখল করে রেখেছে। কিন্তু তাও তাদেরকে হালকা ভাবে নিতে নারাজ ওলে গানারের ছেলেরা। চলতি লিগে ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়েছে নরউইচ। তাদের প্রধান স্ট্রাইকার থিবো পুক্কি একসময় লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ছিলেন। তাই অসতর্ক হলেই পয়েন্ট হাতছাড়া হতে পারে ম্যান ইউয়ের। পয়েন্ট তালিকায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে উলভ্যাম্পটন ওয়ান্ডারার্স। কাজেই আজকের ম্যাচ সতর্ক হয়ে জিতেই মাঠ ছাড়তে চায় রেড ডেভিলসরা।

Share this article
click me!