প্রথম ম্যাচ থেকেই খেলবেন মেসি,জানিয়ে দিলেন বার্সা কোচ

Published : Jun 08, 2020, 08:54 PM IST
প্রথম ম্যাচ থেকেই খেলবেন মেসি,জানিয়ে দিলেন বার্সা কোচ

সংক্ষিপ্ত

লা লিগার প্রথম ম্যাচ থেকেই খেলবেন মেসি জানিয়ে দিলেন বার্সেলোনা কোচ কিকে সোতিয়েন তবে এখনও দলগত অনুশীলন শুরু করেননি মেসি তবে শীঘ্রই দলের সঙ্গেও অনুশীলন করবেন বার্সা তারকা  

লা লিগা শুরুর আগে মেসির পায়ের চোট আশঙ্কা বাড়িয়েছিল বার্সা ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে বিশ্ব জুড়ে কোটি কোটি মেসি ভক্তদের। করোনা পরবর্তী প্রথম ম্যাচে মেসি নামবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শনিবার ক্যাম্প ন্যুতে অনুশীলনে ফেরেন বার্সা সুপার স্টার। যদিও দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। একাই সেরেছিলেন যাবতীয় ট্রেনিং পর্ব। তখনও প্রথম ম্যাচ থেকেই মেসিকে পাওয়া যাবে কিনা তা নিয়ে কোনও খোলসা করেননি বার্সা কোচ সেতিয়েন। তবে মেসিকে প্রথম ম্যাচ থেকেই নামানোর চেষ্টা চলছে সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।

আরও পড়ুনঃঘানার ফুটবলারকে মুম্বাই এয়ারপোর্ট থেকে উদ্ধার যুব সেনার

অবশেষে বার্সেলোনা কোচ কিকে সোতিয়েন জাানিয়ে দিলেন  সম্পূর্ণ ফিট হয়েই আগামী রবিবার মায়োর্কার বিরুদ্ধে মাঠে দেখা যাবে মেসিকে। শনিবার মায়োর্কা পৌঁছবে বার্সেলোনা। সেতিয়েন বলেন, ‘কেবল মেসি নয়, দীর্ঘদিন পর অনুশীলনে ফিরে অল্পবিস্তর প্রত্যেকেই সমস্যার মধ্যে পড়েছে। ছোটখাটো সমস্যা সকলের মধ্যেই দেখা দিয়েছিল, প্রত্যেকেই সেই সমস্যা কাটিয়ে উঠেছে। মেসি এখন সম্পূর্ণ ঠিক আছে ওর কোনওরকম সমস্যা নেই।’ তবে এখনও দলগত অনুশীলন শুরু করেননি মেসি। সবে চোট সারিয়ে ওঠায় এখনই দলগত অনুশীলনের ঝুঁকি নিতে চাইছে না বার্সা ম্যানেজমেন্ট। তবে ম্যাচের আগে কয়েক দিন দলগত অনুশীলন করে মেসির ম্যাচে নামতে কোনও সমস্যা হবে না বলে দাবি বার্সা কর্তৃপক্ষের।

আরও পড়ুনঃ'সৌরভকে হুমকি সচিনের,দিয়েছিলেন কেরিয়ার শেষ করে দেওয়ার হুঁশিয়ারী'

আরও পড়ুনঃবর্ণবৈষম্য নিয়ে সরব ইরফান পাঠান,বললেন ঘরোয়া ক্রিকেটেও চলে গায়ের রং নিয়ে কটাক্ষ

মায়োর্কার বিরুদ্ধে নামার আগে পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চাইছেন বার্সার কোচ। কারণ বর্তমানে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকলেও, ঘাড়ের উপর নিঃশ্বাস ফিলছে চিরপ্রতীদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। জিদানের দলের সংগ্রহ ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট। ফলে মায়োর্কার বিরুদ্ধে কোনও অঘটন ঘটলেই রিয়ালের কাছে সুযোগ চলে আসবে শীর্ষে যাওয়ার। আর দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে ছন্দ ফিরে পাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই দল নিয়ে কোনও পরীক্ষা নিরীক্ষা না করে,মেসি,সুয়ারেজ, গ্রীজম্যান সমৃদ্ধ বার্সেলোনাকেই নামাতে মরিয়া বার্সা টিম ম্যানেজম্যান্ট। লক্ষ্য একটাই পুরো তিন পয়েন্ট।
 

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল