কলকাতা লিগ খেতাবের আরও কাছে পৌছে গেল জহর দাসের পিয়ারলেস। বৃহস্পতিবার লিগের দুটি ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ। বারাসাতে ভাবানীপুরকে হারিয়ে এক নম্বর স্থান ধরে রাখল তারা পাশাপাশি মোহনবাগান মহমেডানের কাছে হারায় লিগের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেল। বারাসাতের মাঠে লিগের এক ও দুই নম্বের থাকা দল মুখোমুখি হয়েছিল। আক্রমণ প্রতিআক্রমণে জমজমাট খেলা। দুই দলের গোলকিপারকেই বারবারা পরতে হল পরীক্ষার মুখে। ১৪ মিনিটে এডমন্ডের গোলে এগিয়ে যায় পিয়ারলেস। ৫৮ মিনিটে পিয়ারলেসের হয়ে দ্বিতীয় গোলটি করেন জিতেন মুর্মূ। শঙ্করলালের ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগে এখন ৮ ম্যাচে ১৭ পয়েন্ট জহর দাসের দলের। পরের ম্যাচে তারা মাঠে নামবে শহরের তৃতীয় প্রধান মহমেডানের বিরুদ্ধে। যদিও বৃহস্পতিবার হলুদ কার্ড দেখায় সাদা কালোর বিরুদ্ধে মাঠে নামা হবে না পিয়ারলেসের তারকা স্ট্রাইকার আনসুমানা ক্রোমার।
আরও পড়ুন - নর্থইস্ট এফসিতে সই করলেন প্রাক্তন ঘানা অধিনায়ক আসামোয়া
বারাসাতের মাঠে যখন পিয়ারলেস ভাবানীপুরকে হারিয়ে দিল, তখন যুবভারতী ক্রীড়াঙ্গনে দীপেন্দু বিশ্বাসের মহমেডান হারিয়ে দিল গতবারের লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানকে। কিভুর দলের বিরুদ্ধে এদিন দাপটের সঙ্গেই খেলতে দেখা গেল তীর্থঙ্করদের। খেলার শুরুর দিকেই ওমোলোজার গোলে এগিয়ে যায় মহমেডান। সবুজ মেরুনের ওপর চাপ বাড়িয়ে দ্বিতীয় গোল তুলে নেন তীর্থঙ্কর সরকার। গত বছর মোহনবাগানে থাকলেও সেভাবে সুযোগ পাননি তিনি। এই গোল যেন তারই জবাব। প্রথমর্ধের বিরতিতে যাওয়ার আগে জোসেবা বেইতিয়ার গোলে ২-১ করে মোহনবাগান । দ্বিতীয়ার্ধে সাদা কালোর হয়ে তৃতীয় গোল জন চিডির। ৭০ মিনিটে সেই গোল শোধ করেন সালভা চামারো। ৯০ মিনিটের লড়াই শেষে হাসি মুখে মাঠ ছাড়েন দীপেন্দুর ছেলেরা। যেন ডুরান্ড কাপে হারের বদলা নিলেন তারা। একই সঙ্গে মিনি ডার্বি জিতে মোহনবাগানের লিগ ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা দিল মহমেডান। লিগ তালিকায় এখন দ্বিতীয় স্থানে উঠে এল মহমেডান। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট সাদা কালো শিবিরের। অন্যদিকে ৯ ম্যাচে ১৪ পয়েন্টে আটকে থাকল কিভু ভিকুনার মোহনবাগান।
আরও পড়ুন - মেসির পর ড্র রোনাল্ডোর জুভেন্তাসের, ৩ গোলে জয় পিএসজি ম্যানসিটি ও বায়ার্নের
এদিকে শুক্রবার মাঠে নামছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে তারা খেলবে সৌমিক দের রেনবোর বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে শুকর্বার থাকবেন প্রতিপক্ষ দলের রিজার্ভ বেঞ্চে। মোহনবাগানের বিরুদ্ধে বেশ নজর কেড়েছিলে নিউ ব্যরাকপুরের দল। এদিকে আগের ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে দুবার এগিয়ে থেকেও তিন পয়েন্ট ঘরে তুলতে পারেনি ইস্টবেঙ্গল। লিগের লড়াইতে টিকে থাকতে জয় ছাড়া আর পথ খোলা নেই আলেহান্দ্রোর দলের সামনে। শুক্রবার জিততে পারলে মহমেডানকে সরিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন - জীবিকা বাঁচানোর লড়াই করছেন বাগানের প্রাক্তন ফুটবলার, মায়া নগরীতে উদয় কোনারের অসম লড়াই