ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রতিবাদ, রাশিয়ার ক্লাবের দায়িত্ব ছাড়লেন জার্মান কোচ

ইউক্রেনের (Ukraine) উপর অব্য়াহত রাশিয়ার (Russia) হামলা। প্রতিবাদে ক্রীড়া বিশ্বে এক ঘরে করা হয়েছে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশকে। এবার রাশিয়ার হামলার প্রতিবাদে লোকোমোটিভ মস্কো (Lokomotiv Moscow)ক্লাবের কোচের পদ থেকে পদত্যাগ করলেন জার্মা কোচ মার্কাস জিসডল (Markus Gisdol)।
 

ইউক্রেনের  (Ukraine) উপর রাশিয়ার (Russia) হামলার পর কেটে গিয়োছে বেশ কয়েকটা দিন। এখনও রুশ সেনার আগ্রাসন কমারর কোনও নাম নেই। কিয়েভ দখলের লক্ষ্যে এগোচ্ছে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সেনা বাহিনী। লাগাতার বোমা বর্ষণে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাশিয়ার ভূমিকার সমালোচনা হচ্ছে বিশ্ব জুড়ে। ইতিমধ্যেই ক্রীড়া ক্ষেত্রেও রাশিয়া ও পুতিনের দেশকে সমর্থনকারী বেলারুশকে এক ঘরে করে দিয়েছে একাধিক আন্তরর্জাতিক ক্রীড়া সংস্থা। দেশ রক্ষায় কোনও ক্রীড়াবিদ তুলে নিচ্ছেন অস্ত্র, কেউ আবার পাশে দাঁড়াচ্ছেন অন্যভাবে। অনেকেই প্রতিবাদের ভাষা হিসেবে ছাড়ছেন রাশিয়ার বিভিন্ন ক্লাবের দায়িত্ব। এবার রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোর (Lokomotiv Moscow) দায়িত্ব ছাড়লেন জার্মান কোচ (German Coach) মার্কাস জিসডল (Markus Gisdol)। রাশিয়ার হামলার প্রতিবাদেই তার এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

দীর্ঘ সময় ধরেই লোকোমোটিভ মস্কোর দায়িত্ব ছিলেন মার্কাস জিসডল। ইউরোপা লিগে তার কোচিংয়ে দলের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। সবার শেষে শেষ করে বিদায় নেয় তারা। ক্লাবের তরফ থেকে বলা হচ্ছে জিসডলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এক সংবাদ সংস্তাকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান কোচ জানিয়েছেন, 'আমি এমন কোনও দেশের হয়ে কাজ করতে পারব না যার নেতা ইউরোপের মাঝে যুদ্ধ করছে। আমি এই ধরনের মানুষ নই। সেই কারণে কোচের পদ থেকে আমি এখনই পদত্যাগ করেছি। আমি মস্কোর মাঠে অনুশীলন করাব, ফুটবলারদের থেকে পেশাদারিত্ব চাইব আর কয়েক কিলোমিটার দূরে এমন নির্দেশ দেওয়া হবে যাতে মানুষ ভুগবে। এটা আমি মানতে পারব না।'

Latest Videos

আরও পড়ুনঃইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনা, পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিল বিশ্ব তায়কোন্ডো সংস্থা

আরও পড়ুনঃবিপন্ন মাতৃভূমি, ফুটবল ছেড়ে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত ইউক্রেনের জাতীয় ফুটবলারের

আরও পড়ুনঃযুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে দেশের টেনিস তারকা, নিলেন মানবিক সিদ্ধান্ত

প্রসঙ্গত, রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় একাধিক ক্রীড়া সংস্থা পুতিনের দেশকে এক ঘরে করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা ও উয়েফা ইতিমধ্যেই নির্বাসিত করেছে রাশিকে। যার ফলে চলতি বছরে কাতার বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। এছাড়া উয়েফার কড়া সিদ্ধান্তের কারণে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না কোনও রাশিয়ার ক্লাব। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাও কটিন সিদ্ধান্তের পথে হেঁটেছে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে অলিম্পিক্স অর্ডার প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে আইওসি। আন্তর্জাতিক জুডো সংস্থা নির্বাসিত করেছে রাশিয়াকে। বিশ্ব তায়কোন্ডো সংস্থা পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিশ্ব জুড়ে একাধিক ক্রীড়া সংস্থা রাশিয়া ও বেলারুশকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury