ইতালি, স্পেন, জার্মানি, ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে চলছে ফুটবল ফেরানোর পালা। করোনা থাবা কিছুটা শিথিল হতেই ফুটবল ফেরাতে তৎপর হয়েছে এই দেশগুলির ফুটবল লিগ কর্তৃপক্ষ। কিন্তু বিগত দুমাসের বেশি সময় কার্যত মৃত্যুপরীতে পরিণত হয়েছিল ইতালি ও স্পেন। স্পেনে ৩২ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। অন্যদিকে ইতালিতে প্রাণ হারিয়েছেন প্রায় ২৮ হাজার সাধারণ মানুষ। চিন থেকে আগত ভাইরাসের কবলে একেবারে ভেঙে পড়েছে দুই দেশের স্বাস্থ্যব্যবস্থা। জার্মানিতেও ব্যাপক থাবা বসিয়েছিল মারন কোভিড ১৯। ইতালি ও স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ায় এবার সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এল উইরোপের তিন শক্তিধর ক্লাব। স্পেনের রিয়াল মাদ্রিদ, জার্মানির বায়ার্ন মিউনিখ এবং ইতালির ইন্টার মিলান। এক অভিনব উদ্যোগ গ্রহণ করল এই তিন ক্লাব। অতিমারী করোনায় ব্যাপক ক্ষতিগ্রস্থ ইতালি এবং স্পেনের স্বাস্থ্যখাতে অর্থসাহায্য করতে এই তিন ক্লাব অংশগ্রহণ করবে নিজেদের উদ্যোগে অনুষ্ঠিত ‘ইউরোপিয়ান সলিডারিটি কাপে’।
আরও পড়ুনঃ১০ সপ্তাহ পর অনুশীলনে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,খুশি জুভেন্টাস ভক্তরা
আরও পড়ুনঃঅনুশীলনের শুরুতেই ধাক্কা,ইপিএলে নতুন করে করোনা আক্রান্ত ৬
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাউন্ড-রবিন ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান সলিডারিটি কাপের ম্যাচগুলি। মিলানে ইতালি জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মাদ্রিদে রিয়াল মাদ্রিদ খেলবে ইন্টারের বিরুদ্ধে এবং মিউনিখে নিজেদের হোমগ্রাউন্ডে রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন। ম্যাচে আয়োজনে সংগৃহীত অর্থের পুরোটাই দান করা হবে স্পেন-ইতালির চিকিৎসা ব্যবস্থার সাহায্যে। ইউরোপিয়ান সলিডারিটি কাপ আয়োজন প্রসঙ্গে বলতে গিয়ে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউরোপের মানুষকে সংহতি এবং সৌভ্রাতৃত্বের প্রচ্ছন্ন বার্তা দেওয়ায় এই টুর্নামেন্টের উদ্দেশ্য।’ তবে ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত বিবেচিত হয়নি। তবে স্টেডিয়ামে দর্শক প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেই যে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, তা একপ্রকার নিশ্চিত। এমনটা জানানো হয়েছে ক্লাবগুলোর পক্ষ থেকেও। কারণ স্পনসর, টিকিট থেকে পাওয়া অর্থ সব এক জয়াগায় করেই তা তুলে দেওয়া হবে স্পেন ও ইতালির স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে। এছড়া ও ৫ হাজার চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ম্যাচ দেখার আমন্ত্রণ জানানো হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে। তাদের কুর্ণিশ জানানো হবে বলেও জানানো হয়েছে বায়ার্ন মিউনিখ ক্লাবের পক্ষ থেকে।
আরও পড়ুনঃনিজের শরীরচর্চার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট বিরাট কোহলির