সিঁরি আ-তে আজ জুভের প্রতিপক্ষ জেনোয়া, লক্ষ্য পুরো ৩ পয়েন্ট

  • আজ আবার মাঠে নামছে জুভে
  • সামনে প্রতিপক্ষ আপাত দুর্বল জেনোয়া
  • গোলের মধ্যে আছেন রোনাল্ডো, দিবালারা
  • খেলোয়াড়দের ফিট রাখাই চ্যালেঞ্জ সারির কাছে

Reetabrata Deb | Published : Jun 30, 2020 3:35 PM IST

জমে উঠেছে সিঁরি আ-এর লড়াই। ফুটবল ফেরার আগে লিগের শীর্ষে ছিল জুভেন্তাস। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাৎজিওর থেকে ১ পয়েন্টে এগিয়ে ছিল তারা। এই মুহুর্তে আরও দুই রাউন্ড খেলা হওয়ার পরেও নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। লাৎজিওর সাথে ব্যাবধান বেড়ে হয়েছে ৪ পয়েন্ট। এর মধ্যে লিগের চতুর্থ স্থানে থাকা আটলান্টার কাছে হারতে হয়েছে ইমোবিলে-দের। ২ গোলে এগিয়ে থেকেও ম্যাচটি ৩-২ গোলে হেরেছে তারা। অপরদিকে জুভে নিজেদের দুটি ম্যাচেই জিতে ৬ পয়েন্ট তুলেছে। দুই ম্যাচ মিলিয়ে মোট ছয় গোল করেছে তারা। একটি গোলও হজম করতে হয়নি এখনও তাদের। দুটি ম্যাচেই গোল করেছেন রোনাল্ডো এবং দিবালা। ফুটবল ফেরার পর লিগের দ্বিতীয় ম্যাচে অল্প সময়ের জন্য নেমেই গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। তাই আজকে রাতের ম্যাচে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। 

আরও পড়ুনঃওবল্যাকদের বিরুদ্ধে মাঠে নামার আগে অস্বস্তিতে বার্সা, আজও নজির ছোঁয়ার সুযোগ মেসির সামনে

আরও পড়ুনঃঅবশেষে রহস্যের অবসান, ইংল্যান্ড যাচ্ছেন হাফিজ সহ ৬ পাক ক্রিকেটার

আজ জুভে মাঠে নামবে জেনোয়ার বিরুদ্ধে। চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই তারা। অবনমনের আতংক তাদের তাড়া করে বেড়াচ্ছে। এর মধ্যে লিগের সেরাদের বিরুদ্ধে খেলতে হবে তাদের। জুভেন্তাসের চিন্তা খেলোয়াড়দের চোট আঘাত এবং ঠাসা ক্রীড়াসুচী। জুভেন্তাসের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই মুহুর্তে মাঠে নামতে পারছেন না। টানা খেলে যাচ্ছেন রোনাল্ডো, দিবালারা। এর পরেই আবার ৪ তারিখে তোরিনোর বিরুদ্ধে নামবে তারা। খেলোয়াড়দের ফিট রাখাই এখন বড় চ্যালেঞ্জ জুভেন্তাস ম্যানেজার মৌরিসিও সারির কাছে।

আরও পড়ুনঃভারতে নিষিদ্ধ টিকটক,কি করবেন ওয়ার্নার, খোঁচা অশ্বিনের

Share this article
click me!