ভারতে খেলতে আসা স্প্যানিশ ফুটবলারদের দেশে ফেরানোর উদ্যোগ,৫ মে বিশেষ বিমান

  • লকডাউনের জেরে ভারতে আটকে পড়েছিল স্প্যানিশ ফুটবলাররা
  • যার মধ্যে রয়েছে বেইতিয়া, কোলাডো, কোচ কিবু ভিকুনা সহ অন্যান্যরা
  • স্পেনের ফুটবলারদের দেশে ফেরানোর উদ্যোগ নিল স্প্যানিশ দূতাবাস
  • ৫ মে বিশেষ প্লেনের ব্যবস্থা করা হয়েছে স্প্যানিশ ফুটবলারদের জন্য
     

বিশ্ব জুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কোভিড ১৯-এর ব্যাপক প্রভাব পড়েছে ক্রীড়া বিশ্বেও। বিশ্বের যেই দেশগুলিতে মারণ ভাইরাসের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে তাদের মধ্যে স্পেন অন্যতম। স্পেনের অনেক ফুটবলারই বর্তমানে খেলেন ভারতে। কলকাতার ময়দানেও স্প্যানিশ ফুটবলারদের ছড়াছড়ি। বিশেষ করে ইষ্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবে রয়েছে বেশ কিছু স্প্যানিশ ফুটবলার। করানো ভাইরাস সংক্রমণ রোধে প্রায় বিশ্বের সব দেশেই চলছে লকডাউন। যার ফলে দেশে ফেরা হয়নি কোলাডো, বেইতিয়াদের। স্পেনে তাদের পরিবারের লোকেরা ভয়ঙ্কর অবস্থার মধ্যে থাকলেও, দেশের ফিরতে পারেনি স্প্যানিশ ব্রিগেডরা। তবে এবার হয়তো ঘরে ফিরতে পারবেন কিভু বিকুনা, কোলাডো, বেইতিয়ারা। স্প্যানিশ দূতাবাসের তরফ থেকেই কিবু ভিকুনাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃকিপিংয়ে ধোনির পরিবর্ত হয়ে স্নায়ূর চাপে ভুগছেন কে এল রাহুল

Latest Videos

স্প্যানিশ দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, ৫ মে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। সেই বিমানে করেই দেশে ফিরবেন স্প্যানিশ প্লেয়ার ও কোচরা। এর আগেও বেইতিয়া-কোলাডোদের দেশে ফেরানোর জন্য দূতাবাসের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আই লিগ নিয়ে ফয়সালা না হওয়ায় ফিরতে পারেননি তাঁরা। ইতিমধ্যেই মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে ফেডারেশন। এআইএফএফের তরফ থেকেও মরশুমে ইতি টানা হয়ে গিয়েছে। বাড়ি যেতে তাই আর কোনও বাধা নেই তাঁদের। বলা চলে এই পরিস্থিতিতে দেশে ফেরার জন্য মন ছটফট করছে তাঁদেরও।

আরও পড়ুনঃগড়াপেটার প্রস্তাব পেয়েও জানাননি বোর্ডকে,৩ বছরের নির্বাসিত উমর আকমল

আরও পড়ুনঃপিসিবির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবে উমর, ভাইয়ের পাশে দাঁড়িয়ে জানালেন দাদা কামরান আকমল

জানা যাচ্ছে দিল্লি থেকে আমস্টারডম পর্যন্ত বিমানের ব্যবস্থা করা হচ্ছে দূতাবাসের পক্ষ থেকে। সেখান থেকেই স্পেনে যাবেন কোলাডো, বেইতিয়া, কিভু বিকুনারা। তবে প্রশ্ন উঠছে দুই প্রধানের বিদেশি ফুটবলাররা দিল্লি যাবেন কিভাবে? জানা যাচ্ছে বিশেষ বাসে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে স্প্যানিশ প্লেয়ারদের জন্য। স্প্যানিশ ব্রিগেডের সঙ্গে দেশে ফিরবেন কিবুর সহকারি টমাস আর ট্রেনার পাওলিস। টমাস পোল্যান্ডে আর পাওলিস লিথুয়ানিয়াতে থাকেন।তবে দেশে ফেরার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে মোহনবাগানের ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস,তাজিকিস্তানের তুরসনভ কিংবা ইস্টবেঙ্গলের কোস্টারিকান বিশ্বকাপার জনি আকোস্তাকে। ফলে দীর্ঘদিন ফর দেশে ফিরতে পারার খবরে খুশি স্প্যানিশ আর্মাডারা। তবে দেশে ফিরে করোনা ভাইরাসের সুরক্ষা  সংক্রান্ত যাবতীয় নিয়ম মানতে হবে সকলকে।

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর