সত্যজিতকে আকড়েই দিনযাপন প্রসেনজিতের, সযত্নে লালিত করছেন তার স্মৃতিকে

Published : May 02, 2020, 02:22 PM IST

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে এক নিবিড় সম্পর্ক রয়েছে টলি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সুপারস্টারের বাড়ির অন্দরমহলটার প্রতিটা কোণায় কোণায় লুকিয়ে রয়েছে স্মৃতি। একসময় এই বাড়িটাকেই গুড়িয়ে দিয়ে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু সেই বাড়ি  আজ তার স্বপ্নের 'রাজমহল'। কিন্তু কী এমন বিশেষত্ব রয়েছেন যার জন্য এত উৎকন্ঠা অভিনেতা। জানুন সেই অজানা কাহিনি।  

PREV
110
সত্যজিতকে আকড়েই দিনযাপন প্রসেনজিতের, সযত্নে লালিত করছেন তার স্মৃতিকে

এক কামড়ার ছোট ফ্ল্যাটই হোক বা বিশালাকৃতির বাগান বাড়ি, নিভৃত আস্তানা সকলেই খোঁজে। তেমনটাই খুঁজেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর খুঁজতে গিয়েই এক অমূল্য সম্পদ তিনি পেয়ে গেছিলেন।

210


বিড়লা মন্দিরের নিকটে সাদা রঙের প্রসেনজিতের এই বাড়ির প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে স্মৃতি। সেই স্মৃতিকেই সযত্নে বাঁচিয়ে রেখেছেন অভিনেতা। 

310

একটাসময় এই বাড়ি ভেঙে নতুন করে সাজানোর পরিকল্পনা ছিল প্রসেনজিতের। কিন্তু এমন এক ইতিহাস বর্ণিত ঘটনা শোনার পরে  তাতে আর হাত বাড়াননি অভিনেতা। বরং সেটাতেই আরও শাণ দিয়েছেন বুম্বা।

410

অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে তার সাধের বাড়ি 'উৎসব' কে ঘিরে। 

510

সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের থেকেই এই সত্যিটা জানতে পেরেছিলেন প্রসেনজিৎ। ব্যস তারপর থেকেই মহাসমারোহে বাড়ির একটি ইটও নষ্ট করেননি অভিনেতা।

610

সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের থেকেই এই সত্যিটা জানতে পেরেছিলেন প্রসেনজিৎ। ব্যস তারপর থেকেই মহাসমারোহে বাড়ির একটি ইটও নষ্ট করেননি অভিনেতা।

710

পরিচালক ঋতুপর্ণও তার 'খেলা' সিনেমার শ্যুটিং করেছিলেন এই 'উৎসব'-এই। দুই লেজেন্জের এত স্মৃতি যেখানে জড়িয়ে রয়েছে প্রসেনজিতের উৎসব-এ।

810

যেখানে এতগুলো মানুষের স্মৃতি জড়িয়ে সেটা স্বপ্নের রাজমহল ছাড়া আর কি-ই বা হতে পারে।

910

অন্দরমহলের অন্দরসজ্জা পুরোটাই  নিজের হাতে রোনোভেট করেছেন প্রসেনজিৎ। বাড়ির প্রতিটি জায়গায় 'রেট্রো' ফিল রেখেছেন অভিনেতা। 

1010

বাড়ির প্রতিটি জায়গায় বাঙালিয়ানার অভিনবত্বের ছোঁয়া। সব মিলিয়ে সত্যজিতের অন্দরে নিজেকে মিশিয়ে দিয়ে স্বপ্নের রাজমহল গড়েছেন অভিনেতা।

click me!

Recommended Stories