প্রশ্ন করাতেই ‘চিনি’র মতো লাজুক হেসে মিষ্টি জবাব এসেছে প্রিয়াঙ্কার, ‘‘আপাতত ছবি দেখে যা মনে করার করুন সবাই। এখনও কিছু জানানোর মতো সময় আসেনি।’’ তবে, টলিপাড়া কিন্তু এই উত্তরে সন্তুষ্ট নয়। সূত্রের খবর, সায়ন্ত প্রিয়াঙ্কার বন্ধুত্ব তৈরি হয়েছে ২০১৮ সাল থেকে। তাঁরা তখনও সেভাবে পরিচিত হননি অভিনয় জগতে। চেনা-জানা ধীরে ধীরে গড়ায় বন্ধুত্বে। দুজনে একসঙ্গে বানিয়ে ফেলেছিলেন একটি মিউজিক ভিডিয়ো। তবে, প্রেম তখনও অবর্তমান!