একঘেয়েমি 'সঙ্গম' অতীত, ঘরে টিকছে না মন, চর্চিত প্রেমিককে নিয়ে কোথায় চললেন শ্রাবন্তী

সদ্যই মলদ্বীপে উড়ে গেছিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছেলে অভিমন্যু  ও হবু বউমার, চর্চিত নতুন প্রেমিকের  সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন শ্রাবন্তী। যদিও মলদ্বীপ ভ্রমণে প্রেমিকের কোনও ছবি দেখা যায়নি। সাসপেন্স-ধোঁয়াশা- বিতর্ককে জিঁইয়ে রেখেছেন শ্রাবন্তী। এবার ঘুরে এসেও ঘরে মন টিকছে না শ্রাবন্তীর। বন্য প্রাণের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েছেন শ্রাবন্তী। তবে এই সফরের সঙ্গী কে, তা জানা না গেলেও চর্চিত প্রেমিকের নামই উঠে আসছে শিরোনামে।
 

Riya Das | Published : Sep 8, 2021 9:29 AM
19
একঘেয়েমি 'সঙ্গম' অতীত, ঘরে টিকছে না মন, চর্চিত প্রেমিককে নিয়ে কোথায় চললেন শ্রাবন্তী

ছেলে অভিমন্যু  ও হবু বউমা দামিনীকে নিয়ে সদ্যই মলদ্বীপে উড়ে গেছিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে ছেলে ও হবু বউমাই শুধু নয়, চর্চিত প্রেমিকও নাকি তাদের সঙ্গে ছিলেন এই মলদ্বীপ ট্রিপে।
 

29

নিজের সোশ্যাল মিডিয়ায়  মলদ্বীপ ভ্যাকেশনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। হাতে লাল পানীয়র গ্লাস, সাদা  লং শার্ট পরে বোল্ড অবতারে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী।  বোল্ড অবতারে শ্রাবন্তীকে দেখে চোখ কপালে নেটিজেনদের।

39


কখনও আবার প্যান্ট ছাড়াই, সাদা শার্ট পরে নীল সাগরে ভেসে বেড়িয়েছেন শ্রাবন্তী। সুইমিং পুলের জলে দাঁড়িয়ে লাল আলোয় রাতের মলদ্বীপে খুল্লামখুল্লা জীবন চুটিয়ে উপভোগ করে সদ্যই ফিরেছেন শ্রাবন্তী। 
 

49


এবার ঘুরে এসেও ঘরে মন টিকছে না শ্রাবন্তীর। বন্য প্রাণের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েছেন শ্রাবন্তী। তবে এই সফরের সঙ্গী কে, তা জানা না গেলেও চর্চিত প্রেমিকের নামই উঠে আসছে শিরোনামে।

59


সবুজে ঘেরা জঙ্গলের মাঝেই জিম করবেট জাতীয় উদ্যানে সময় কাটিয়েছেন নায়িকা। উত্তরাখন্ড রাজ্যের নৈনিতাল  জেলা ও পৌড়ী গাড়োয়াল জেলায় বিস্তৃত এই জাতীয় উদ্যানে বন্য প্রাণের সঙ্গে দেখা করতেই বেরিয়ে পড়েছেন শ্রাবন্তী।

69


নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে কালো টি-শার্ট, মাথায়  টুপি, এবং কালো রোদচশমা পরে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী।

79

শ্রাবন্তীর পোস্ট করা ছবিতে ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক নজর কেড়েছে নেটিজেনদের। ক্যাপশনে লিখেছেন, 'জঙ্গলের মাঝে ... জিম করবেট'। জাতীয় উদ্যানের বন্য প্রকৃতি লেন্সবন্দি করেছেন নায়িকা।

89

হুডখোলা গাড়িতে চড়েই সবুজে ঘেরা জিম করবেট জাতীয় উদ্যানের সৌন্দর্য মুঠোফোনে বন্দি করেছেন নায়িকা। তবে শ্রাবন্তীর  এই ট্যুরের স্পেশ্যাল মানুষটিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
 

99

হুডখোলা গাড়িতে চড়েই সবুজে ঘেরা জিম করবেট জাতীয় উদ্যানের সৌন্দর্য মুঠোফোনে বন্দি করেছেন নায়িকা। তবে শ্রাবন্তীর  এই ট্যুরের স্পেশ্যাল মানুষটিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos