সেপ্টেম্বরে কোলে আসবে ফুটফুটে সন্তান, জানুয়ারিতেই কেন শুটিং ফ্লোরে ফিরতে চাইছেন নুসরত

আর মাত্র কয়েকটা মাস। সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলছে ফুটফুটে সন্তান। ৬ মাসের সন্তানসম্ভবা টলি অভিনেত্রী নুসরত জাহান। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী। যদি প্রেগন্যান্সিতেও থেমে নেই তিনি। ৬ মাসের গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত, কখনও আবার ফোটোশ্যুট, একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী। তার মধ্যেই ধেয়ে আসছে অশ্লীল কটাক্ষ। কিন্তু তিনিও স্পিকটি নট। ক্যাপশনেই বুঝিয়ে দিচ্ছেন চারপাশে যাই হোক, তিনি নিজের অবস্থানে অনড়। আপাতত প্রশ্নবাণকে উপেক্ষা কর নীরবতা-কেই আশ্রয় বানিয়েছেন নুসরত।

Riya Das | Published : Jun 29, 2021 9:22 AM / Updated: Jun 29 2021, 09:24 AM IST
110
সেপ্টেম্বরে কোলে আসবে ফুটফুটে সন্তান, জানুয়ারিতেই কেন শুটিং ফ্লোরে ফিরতে চাইছেন নুসরত

৬ মাসের সন্তানসম্ভবা টলি অভিনেত্রী নুসরত জাহান। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী।

210

 যদি প্রেগন্যান্সিতেও থেমে নেই তিনি। ৬ মাসের গর্ভের সন্তানকে নিয়ে জলকেলিতে মত্ত, কখনও আবার ফোটোশ্যুট, একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী। 
 

310


এর মধ্যেই ধেয়ে আসছে অশ্লীল কটাক্ষ। কিন্তু তিনিও স্পিকটি নট। ক্যাপশনেই বুঝিয়ে দিচ্ছেন চারপাশে যাই হোক, তিনি নিজের অবস্থানে অনড়। আপাতত প্রশ্নবাণকে উপেক্ষা কর নীরবতা-কেই আশ্রয় বানিয়েছেন নুসরত।

410


একটু একটু করে গর্ভে বাড়ছে সন্তান। চোখে মুখে ফুটে উঠেছে মাতৃত্বের আভা।  বেবিবাম্প নিয়ে শ্যুটিং সেটে  নুসরত জাহান। ৬ মাসের গর্ভাবস্থার মধ্যেই ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন নুসরত জাহান।  

510


ঘরবন্দি থাকতে তিনি যে পারবেন না তা তিনি বুঝিয়ে দিয়েছেন। রিউমার্ড বয়ফ্রেন্ড যশ দাশগুপ্তের সঙ্গেও তাকে কয়েকদিন আগে দেখা গিয়েছিল।

610


ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কিছুদিন আগে অর্থাৎ অন্তঃসত্ত্বা কালীন  তিনি শ্যুট করেছিলেন সেখানেও নিজের মাতৃত্ব নিয়ে মুখ খোলেন নি নুসরত।
 

710

ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবন, এই দুইয়ের মধ্যে ব্যালান্স করেই চলছেন নুসরত। এমনকী এও শোনা যাচ্ছে আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই তিনি বিভিন্ন পরিচালককে কাজের ডেটও দিচ্ছেন।

810

ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবন, এই দুইয়ের মধ্যে ব্যালান্স করেই চলছেন নুসরত। এমনকী এও শোনা যাচ্ছে আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই তিনি বিভিন্ন পরিচালককে কাজের ডেটও দিচ্ছেন।

910

অন্যদিকে যশও নাকি ফের ছোটপর্দায় ফিরতে চাইছেন। বিভিন্ন চ্যানেলে নাকি ইতিমধ্যেই আবেদন পাঠিয়েছেন তার ম্যানেজার পুনম ঝা।
 

1010

তবে নেটদুনিয়ার হট সেনসেশন অন্তঃসত্ত্বা নুসরত জাহানের গর্ভের সন্তানের বাবা কে? এই নিয়ে এখন তর্জা চলছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos