সেপ্টেম্বরেই মা হচ্ছেন নুসরত জাহান। গত কয়েকদিন ধরেই টলিপাড়ার অলিতে-গলিতে একটাই কিসসা। তবে সত্যি নাকি নিছকই জল্পনা তা নিয়ে জল্পনা বাড়ছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে প্রকাশ্যে এল নুসরতের বেবিবাম্প। লুকোছাপা করেও আর ঢেকে রাখতে পারলেন না সাংসদ অভিনেত্রী। প্রজাপতি স্টিকার দিয়ে বেবিবাম্প ঢেকেও কোনও লাভ হল না। তারপরেও ফাঁস হয়ে গেল নুসরতের বেবিবাম্পের ছবি, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছেনেটদুনিয়ায়।