এবার নুসরতের ইনস্টা স্টোরিতে হলিউডের জনপ্রিয় ফিল্ম সিরিজ 'দ্য টোয়াইলাইট সাগা'-র একটি দৃশ্য। যেখানে রবার্ট প্যাটিনসন নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্টের উদ্দেশ্যে বলছেন, 'আমি চাই না তুমি আসো'। পাল্টা নায়িকা বলেন, 'তুমি চাও না আমি আসি?' উল্টো দিক থেকে জবাব আসে 'না'।