হ্যালোইনের রাতে এ কী অবস্থা হল অঙ্কুশের, ভয়ানক চেহারা নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেতা

অঙ্কুশ হাজরার সেন্স অফ হিউমার নিয়ে কোনও সন্দেহ নেই। কমেডির দিক থেকে তাঁর টলিউডে জুড়ি মেলা ভার। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অঙ্কুশের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কমিক টাইমিং নিয়েও তিনি প্রায়সই প্রশংসিত হতে থাকেন। এবার সেই সেন্স অফ হিউমারের জেরেই প্রকাশ্যে এল অঙ্কুশের ভিন্ন রূপ। একটি অ্যাপের বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেকে ফের কমেডি কিং হিসাবে প্রমাণ করলেন তিনি। কিছু ফিল্টারে মেয়েদের ফিল্টার আবার কিছু ফিল্টারে ছেলেদের ফিল্টার। 

Adrika Das | Published : Oct 31, 2020 5:55 PM IST
18
হ্যালোইনের রাতে এ কী অবস্থা হল অঙ্কুশের, ভয়ানক চেহারা নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেতা

বিভিন্ন রূপে সেজে উঠলেন অঙ্কুশ। তাঁর এই ফিল্টারের চটে নেটিজেনদের পেটে হাসতে হাসতে প্রায় খিল ধরে গিয়েছে। এমনই কমেন্ট করে চলেছে সকলে।

28

একের পর এক ছবি পোস্ট করে গিয়েছেন অঙ্কুশ। সেখানে তাঁর প্রিয় বন্ধু বিক্রম লিখেছেন, "প্রযোজককে জানিয়ে দিলাম, নায়িকা পাওয়া গিয়েছে।"  
 

38

প্রসঙ্গত, চারদিন পুজো এখন কেবল কথারই কথা। এখন প্রায় মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। এবং চলতে থাকে খাওয়া দাওয়া। পুজো মানেই যে পেটপুজো এ কথা আর বলার অপেক্ষা রাখে না। 

48

আর বাঙালিদের কাছে পেটপুজো মানেই সে এক ভিন্ন সেলিব্রেশন। তবে এই সেলিব্রেশনের মাশুল গুনতে হয় ফিটনেস ফ্রিক এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকাদের। তেমনই সাংঘাতিক অবস্থা হয়ে দাঁড়ায় অঙ্কুশের। 

58

জিমের ভিতরে তাঁর নিয়ে শুরু হয়েছে টানাটানি। এদিকে গায়ের জোরে না পেরে মাটিতেই বসে পড়েছেন অঙ্কুশ। জিম ট্রেনার তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ওয়ার্ক আউট করাবে বলে। 

68

পুজোর কয়েকদিন মনের সুখে খাওয়া দাওয়া করার সময় জিমের কথা অবশ্যই মনে পড়েনি অঙ্কুশের। তবে ফের শ্যুটিং শুরু হওয়ার পালা। যতটুকু ওজন বেড়েছে তা ঝড়াতে হবে নিমেষে। 

78

যার জন্য জিমে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন। তবে মনে সেই ইচ্ছে একেবারেই নেই। যার কারণে শেষ ভরসা তাঁর জিম ট্রেনার। টেনে টুনে কোনক্রমে অঙ্কুশকে নিয়ে যাওয়া হচ্ছে শরীরচর্চা করানোর জন্য। 

88

অভিনেতা এদিকে প্রায় কাঁদো কাঁদো অবস্থায় চিৎকার করে চলেছেন, শরীরচর্চা তিনি করবেন না। অন্যদিকে ট্রেনারও ছাড়ার পাত্র নন। এই মজার ভিডিওটি অবশ্যই অভিনয় করে ভিডিও করা। তবে এই মজার ভিডিওর সঙ্গে রিলেট করতে পেড়েছে অসংখ্য বাঙালি।  

Share this Photo Gallery
click me!

Latest Videos