পুলিশ সূত্রে আরও জানা গেছে, জেরায় অশান্তির কথা স্বীকারও করেছে পল্লবীর প্রেমিক। তবে দুজনের মধ্যে যে প্রায়শই কথা কাটাকাটি হতো, মাঝেমধ্যেই কথা বন্ধ থাকত তা কাছের বন্ধুদের জানিয়েছিল পল্লবী দে। ছেলেটি নাকি অন্য সম্পর্কেও জড়িয়েছিল। পল্লবীর সুইসাইডের সঙ্গে কি কোথাও কোনও যোগ রয়েছে তার বন্ধুর, তা খতিয়ে দেখছে পুলিশ ।