সমুদ্রপাড়ের নোনা বালিতে রোদ মেখে বসে রয়েছেন সাহসী প্রিয়ঙ্কা। নিজেও যেমন সাহসী তেমনি পোশাকেও সেই সাহসীকতাকে ধরে রেখেছেন প্রিয়ঙ্কা সরকার।
511
হাই থাই স্লিটে উপচে পড়ছে ভরা যৌবন। লাস্যময়ী প্রিয়াঙ্কার এই ছবি দেখে নিজেদের ঠিক রাখতে পারছেন না নেটিজেনরা। অনাবৃত উরুর কালো বিকিনিতে লেন্সবন্দি প্রিয়াঙ্কা।
বির সঙ্গে তথাগত ক্যাপশনে লিখেছেন, 'সমুদ্রের ওপারে কোথাও, কেউ আমার খোঁজ করছে', এই পোস্টই তুমুল ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
811
ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই তথাগত ঘোষ এবং প্রিয়ঙ্কাকে নিয়ে গুঞ্জন শোনা গেছে। যদিও প্রিয়াঙ্কা সাফ জানিয়েছেন তারা ভাল বন্ধু ছাড়া আর কিছু নন । যদি গুঞ্জনের কিছুদিনের পরই তাদের বিচ্ছেদের খবরও শোনা যায়।
911
সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন দুজনেই। তথাগত ইনস্টা-তে প্রিয়াঙ্কা ধরা দিলেও প্রিয়াঙ্কার ইনস্টা-তে খুব একটা আনাগোনা নেই তথাগত। তবে হঠাৎ কেন প্রিয়ঙ্কার ছবি পোস্ট করছেন তথাগত। তবে কি পুরোনো সম্পর্ক ফের জোড়া লাগতে চলেছে। একাধিক প্রশ্নই তুলছেন নেটিজেনরা।
1011
নিজের ছকভাঙা অভিনয়, এবং স্টাইল স্টেটমেন্ট-এ ইতিমধ্যেই নিজের এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন প্রিয়ঙ্কা সরকার। নিজের উষ্ণ আবেদনপূর্ণ একের পর এক ছবি দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছেন প্রিয়ঙ্কা।
1111
অন্যদিকে সাত বছরের বিবাহিত জীবনে দাড়ি টেনে ছেলে সহজকে নিয়ে দিব্যি রয়েছেন প্রিয়ঙ্কা। সিঙ্গল মাদার হিসেবে মনিজের জায়গা পাকা করেছেন প্রিয়ঙ্কা।