সিঁথিতে ভরা সিঁদুর, তবে কি চুপিসারে ক্রুশালের সঙ্গে বিয়ে সারলেন অদ্রিজা

বাংলা টেলিজগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। বাংলা টেলিদুনিয়ার পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পরিণীতা ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন অদ্রিজা। টেলিজগৎ থেকে এখন তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে সিনেপর্দায়। রূপে গুণে অদ্রিজার জুড়ি মেলা ভার। তাঁর রূপের বহর দেখতে ভক্তরা যেমন উৎসাহিত তেমনই অদ্রিজার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের উন্মাদনা তুঙ্গে। 

Adrika Das | undefined | Published : Feb 23, 2021 2:18 PM
18
সিঁথিতে ভরা সিঁদুর, তবে কি চুপিসারে ক্রুশালের সঙ্গে বিয়ে সারলেন অদ্রিজা

অদ্রিজার এবং অভিনেতা ক্রুশাল আহুজার সম্পর্ক নিয়ে নানা চর্চাই হতে থাকে সাইবারদুনিয়ায়। নিজেদের এই গোপন সম্পর্ক নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তাঁরা। 
 

28

তবে অদ্রিজার কিছু ছবিতে চোখ কপালে উঠেছিল ভক্তদের। সিঁথিতে গাঢ় সিঁদুর। কপালে লাল ছোট্ট টিপ। 

38

ভেলভেটের ব্যাকলেস ব্লাউজ ও এমব্রয়ডারি করা শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছেন অদ্রিজা। 
 

Related Articles

48


মাথায় রয়েছে জুঁই ফুলের মালা। এমন বাঙালি বধূর সাজে হঠাৎ কেন সেজে উঠলেন অদ্রিজা। প্রশ্ন ভক্তদের। 

58

তবে কি ক্রুশালের সঙ্গে চুপিসারে বিয়ে সেরে ফেললেন অদ্রিজা। তেমনটা অবশ্য একেবারেই নয়। 

68

একটি ইন্ডিয়ান ফোটোশ্যুটের ছবিগুলিই সংবাদ শিরোনামে উঠে আসে তাঁর সিঁথির সিঁদুরের জেরে। 

78

তাঁকে দেখতে এক কথায় অসামান্য লাগছিল। বাঙালি বধূর বেশে তাঁকে কেবল পর্দাতেই দেখা গিয়েছে। এখন ফোটোশ্যুটে। 

88

বেলঘরিয়া প্যালেসেই হয়েছে ফোটোশ্যুট। অদ্রিজাকে এই রূপে দেখে ইতিমধ্যেই তাঁর বিয়ের প্রশ্ন করতে শুরু করে দিয়েছে ভক্তরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos