এককাপ চায়ে বিদীপ্তা-সুদীপ্তা, নয়া কালেকশনের মাঝে জমাটি আড্ডা, হতে পারে আপনারও ঠিকানা

শহরের বুকে একের পর এক নয়া আউটলেটে ফ্যাশন স্টেমন্টে যেমন পলকে নয়া চমক আনছে, তেমনই এক অন্য শ্রেণীর স্বাদ বহনকারী সংস্থারও ভিড় বাড়ছে এক নয়া ছন্দে। না, গতানুগতিক স্টাইলে গা ভাসানো নয়, সেজে ওঠা এবার কিছু নজর কাড়া ফয়্যাশনেবল পোশাকে, কোথায়! জেনে নেওয়া যাক। 

Jayita Chandra | Published : Apr 4, 2021 6:13 PM
16
এককাপ চায়ে বিদীপ্তা-সুদীপ্তা, নয়া কালেকশনের মাঝে জমাটি আড্ডা, হতে পারে আপনারও ঠিকানা

সুন্দর নজর কাড়া পোশাক, খানিকটা কাস্টমাইজ, মানে ঠিক যেমনটা মন চায় তেমনটাই মিলতে পারে এই শো-রুমে। 

26

না ঠিক শোরুম বলা চলে না। বাঙালি আনার ছোঁয়ায় এক আনকোড়া নয়া বুটিকসও বলতে পারেন। 

36

রাহি, বিশেষ কোনও অনুষ্ঠানে নিজেকে সাজিয়ে তোলার আগে একবার অন্তত এই কালেকশন দেখে নিতেই পারে। 

46

ডিজাইনারে অনুশ্রী মালহোত্রা ও সমাজকর্মী অর্পিতা চক্রবর্তীর উদ্যোগে ও হাতে তৈরি এই রাহির দরজা খুলে গেল সকলের জন্য। 

56

তারই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডে দুই সফল বোন। বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী।

66

এদিন চায়ের আসরে ফ্রেমবন্দী হওয়া দুই তারকার মুখেই ছিল প্রশংসা, ফলে এই কালেকশন একবার না দেখলেই নয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos