অন্ধকার ঘরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতায় মজে দামিনী-অভিমণ্যু, ফের ভাইরাল শ্রাবন্তীর ছেলে

টলিউডের হটেস্ট কাপলের চর্চা এখন অতীত। চারিদিকে কেবল একটি কাপলের নাম, 'অভিমিনী', অর্থাৎ দামিনী ঘোষ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে অভিমণ্যু চট্টোপাধ্যায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় দামিনীর সঙ্গে সম্পর্কের বিষয় খোলসা করে। দামিনী এবং অভিমণ্যুর প্রোফাইলে একই সঙ্গে ছবি পোস্ট হয়েছে নতুন বছরের সুবাদে। নতুন বছরে পা রাখতেই নেটবাসীরা চমকে গেল দামিনী এবং অভিমণ্যুর ছবিতে। 

Adrika Das | Published : Jan 27, 2021 10:14 AM IST / Updated: Jan 27 2021, 03:51 PM IST
18
অন্ধকার ঘরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতায় মজে দামিনী-অভিমণ্যু, ফের ভাইরাল শ্রাবন্তীর ছেলে

তাদের নিয়ে সম্পর্কের বিষয় খবর প্রকাশ্যে আসতেই নানা মুণির নানা মত। দামিনী এবং অভিমণ্যুর বিভিন্ন আপডেট পেতে আগ্রহী হয়ে উঠেছে। 

28

দু'জনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিড় জামাচ্ছে নেটিজেনরা। নিত্যদিন কোনও নতুন পোস্টের আশায় বসে সকলে। 

38

দিন কতক আগেই দামিনী-অভিমণ্যুর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তাদের ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠতায় মজতে দেখা গিয়েছিল তাঁদের।

48

এবারে সেলেব জুটি ধরা দিল অন্ধকার ঘরে বসে পোষ্যর সঙ্গে খেলা করা অবস্থায়। দামিনী বসে বাড়ির লিভিং রুমে। 

58

পাশে একজন পুরুষ। তবে সেই শ্রাবন্তীর ছেলে অভিমণ্যু কিনা তা বোঝা যায়নি। কারণ বাড়ির পোষ্যর দিকেই করা ছিল ক্যামেরার ফোকাস। 

68

কেবল হট প্যান্ট পরা দামিনীর পা এবং ফুল প্যান্ট পরা এক পুরুষের পা দেখা যাচ্ছে। 

78

দামিনীর পাশে ঘনিষ্ঠভাবে অবশ্য অভিমণ্যু ছাড়া অন্য কেউ বসবে না। হাস্কি কুকুরটির সঙ্গে মনে আনন্দে খেলছে অভিমণ্যু।

88

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম পেজের স্টোরিতে শেয়ার করেছেন দামিনী। স্টারকিডের প্রেমিকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নেটিজেনদের আনাগোনা ক্রমশ বেড়েই যাচ্ছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos