Published : Sep 18, 2021, 02:44 PM ISTUpdated : Sep 18, 2021, 02:46 PM IST
ডান্স বাংলা ডান্স মানেই জমজমাট নাচের অনুষ্ঠান। প্রতিটা এপিসোডেই রয়েছে কিছু না কিছু চমক। মা-মেয়ের যুগলবন্দি থেকে সোলো পারফরমেন্স সবেতেই থাকে আকর্ষণীয় চমক। এটি এমনই একটি প্ল্যাটফর্ম, যেখানে পা রাখলেই আপনা-আপনিই যেন শরীরটা কেমন দুলে ওঠে। এবার ডান্স বাংলা ডান্স-এর মঞ্চেই হতে চলেছে 'রিইউনিয়ন'। যেখানে সকলে মিলে একসঙ্গে ফ্লোর কাঁপাতে হাজির হচ্ছেন। 'রিইউনিয়ন' উপস্থিত থাকছেন সোহম ও শ্রাবন্তী। আর কী কী চমক রয়েছে , আর কে বা কারাই থাকতে চলেছেম রিয়্যালিটি শো-তে, জেনে নিন একনজরে।
পুরোনো বন্ধুদের সঙ্গে নাচে-কথায় আড্ডায় জমজমাট হতে চলেছে এই 'রিইউনিয়ন'। প্রতিযোগীদের সঙ্গে সমানে সমানে নাচলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
47
তবে শুধু শ্রাবন্তী একা নন, রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স-এর প্রতিযোগীদের সঙ্গে ফাটিয়ে নাচলেন সোহম। নতুন প্রতিভাদের সঙ্গে সোহমের এই বিশেষ ধামাকা দেখতে চোখ রাখুন আজকের এপিসোডে।
57
এই শো-তে বিচারকের আসনে জিৎ- শুভশ্রী-গোবিন্দা ছাড়াও সৌমিলি বিশ্বাসের মতো মেন্টরের সঙ্গে দেখা গেলে টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীকে।
67
বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে হতে চলেছে ধামাকাদার 'রিইউনিয়ন'। মেন্টর রিমঝিম মিত্র ও ওম সাহানির সঙ্গে ছবিতে পোজ দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।
77
রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স-এ সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। বিচারক জিৎ এবং অভিনেতা সোহমের সঙ্গে ফাটিয়ে নেচেছেন শো-এর দুই সঞ্চালক। টানটান উত্তেজনা সঙ্গে একাধিক চমক নিয়ে থাকছে ডান্স বাংলা ডান্স-এর ধামাকাদার 'রিইউনিয়ন' ।