স্বপ্নের মত বিয়ে, তবুও আজীবন থেকে গেল এই আক্ষেপ, বিয়ের পর ভাইরাল দেবলীনার পোস্ট

প্রেমের সম্পর্ক এবার বাঁধা পড়ল বৈবাহিক জীবনে। দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের চার হাত এক হতেই বিনোদন জগতে যেন উৎসবের শুরু। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই তারকা। সম্পর্ক নিয়ে কখনই কোনও রাখঢাক করেননি গৌরব এবং দেবলীনা। বরং সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে একে অপরের জন্য প্রেম নিবেদন করে গিয়েছেন। দেবলীনার একের পর এক বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম ছবি শেয়ার করা, সিঁদুরদানের ছবি পোস্ট করা সবই করছেন সময়মত। বাঙালি বিয়ে থেকে ক্রিশ্চিয়ান ওয়েডিংয়ের নানা ছবি পোস্ট করেছেন দেবলীনা। 

Adrika Das | Published : Dec 22, 2020 9:57 AM IST
18
স্বপ্নের মত বিয়ে, তবুও আজীবন থেকে গেল এই আক্ষেপ, বিয়ের পর ভাইরাল দেবলীনার পোস্ট

গ্র্যান্ড ক্রিশ্চিয়ান ওয়েডিংয়ে একঝাঁক তারকা। পিসি চন্দ্র গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল এই ওয়েডিং রিসেপশন। 

28

দেবলীনা-গৌরবের থেকে স্বাভাবিক ভাবেই চোখ সরানো যায়নি। বিয়ের প্রতিটি অনুষ্ঠানে সেলেব দম্পতিকে যেন রাজকীয় জুটি মনে হচ্ছে।

38

বিয়ের পর নানা পোস্টে মেতেছেন দেবলীনা। মিসেস চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নজর সকলের। 

48

হানিমুন থেকে শুরু করে বিয়ে এমনকি জন্মদিন পালনের নানা ছবি সবই বর্তমানে দেবলীনার ফিডে ঘোরাফেরা করছে।

58

জন্মদিনের ছবি থেকেই প্রকাশ্যে এল দেবলীনার জীবনের বড় আক্ষেপ। তবে হাসিমুখে মেনে নিয়ে এগিয়ে চলেছেন তিনি। 

68

সাদা কালো ছবিতে নিজের ভুবন ভোলানো হাসি মেলে ধরেছেন দেবলীনা। হালকা পিছন ঘুরে তাকাতেই মন জিতেছেন ভক্তদের। 

78

ক্যাপশনে লিখেছেন, পুরনো দিনের নায়িকা হলেই ভাল হত। রেট্রোর জগতেই কি ভাসলেন এই সাদা কালো ছবির হাত ধরে। 

88

টলিউডের নতুন প্রজন্মের নায়িকা হয়েও এই আক্ষেপটি আজীবন থেকে গেল দেবলীনার। সেই পুরনো দিনের নায়িকাদের গ্ল্যামার, ব্যক্তিত্ব, সৌন্দর্য, লাবণ্য যেকোনও অভিনেত্রীই ফিরে পেতে চায়। তাঁদের মধ্যেই একজন হলেন দেবলীনা।  

Share this Photo Gallery
click me!

Latest Videos