লিভ-ইন-এর একঘেয়েমি ছেড়ে পাহাড়ে 'যশরত', খাদের কিনারে যশ, ক্যামেরার পিছনে কেন লুকিয়ে নুসরত

২১-এর ভোটযুদ্ধ শেষ হয়ে গিয়েছে বঙ্গে। তৃণমূল বনাম গেরুয়া শিবিরের যুযুধান লড়াই যে ভালবাসার কাছে হার মেনেছে, তা আগেই প্রমাণ করেছে যশরত জুটি। ভোটপর্ব মিটতেই কি কাছের মানুষ যশের সঙ্গে খানিকটা সময় কাটাতে পাহাড়ে পাড়ি দিলেন নুসরত। তেমনটাই বলছে ইনস্টাগ্রাম প্রোফাইল। তৃণমূল-বিজেপি এখন অতীত,বরং কোয়ালিটি টাইম কাটাতেই পাহাড়ের নিভৃতে একে অপরের আরও কাছাকাছি এলেন যশরত জুটি।

Riya Das | Published : May 13, 2021 4:56 AM IST
112
লিভ-ইন-এর একঘেয়েমি ছেড়ে পাহাড়ে 'যশরত', খাদের কিনারে যশ, ক্যামেরার পিছনে কেন লুকিয়ে নুসরত

সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং নিখিল জৈনর  টালমাটাল সম্পর্কের মধ্যে যেন আচমকাই নাকি ঢুকে পড়েছেন যশ। টলিপাড়ার অন্দরে এই চর্চা আজও অব্যাহত।

212

 একদিকে সংসার ভাঙন, অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের জীবনে নতুন প্রেমের ঘনিষ্ঠতা নিয়েই  যখন উত্তাল টলিপাড়া , তখনই আবার শিরোনামে উঠে এসেছেন যশ-নুসরত।

312


তৃণমূল বনাম গেরুয়া শিবিরের যুযুধান লড়াই যেন ভালবাসার কাছে হার মেনেছে।  ভোটপর্ব মিটতেই কি কাছের মানুষ যশের সঙ্গে খানিকটা সময় কাটাতে পাহাড়ে পাড়ি দিলেন নুসরত। তেমনটাই বলছে ইনস্টাগ্রাম প্রোফাইল। 

412


তৃণমূল-বিজেপি এখন অতীত,বরং কোয়ালিটি টাইম কাটাতেই পাহাড়ের নিভৃতে একে অপরের আরও কাছাকাছি এলেন যশরত জুটি।

512

সবুজে ভরা পাহাড়, গাছে হেলান দিয়ে ছবিতে পোজ যশের। এবং  সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন স্বয়ং নুসরত জাহান। সম্প্রতি  নিজের ছবি পোস্ট করে ছবি সৌজন্যে নুসরতের নামই উল্লেখ করেছেন  যশ।

612

যদিও ছবি ক্যাপশনে লেখা, 'নিজের ভিতরের পাহাড় চড়াই সবচেয়ে কঠিন কাজ', থ্রো-ব্যাক ছবি। কিন্তু তাতে কী? এর মধ্যেই রহস্যের গন্ধ খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

712

এর আগেই রাজস্থান সফর নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে  পাহাড়ে কবে গেছিলেন তারা, উঠছে প্রশ্ন, নাকি সত্যিই নির্বাচন শেষ হতেই পাহাড়ে পাড়ি জমিয়েছেন লাভবার্ডস।

812

অন্য়দিকে গুঞ্জনকে পাত্তা না দিয়ে বিন্দাস মুডে রয়েছেন সাংসদ অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঝড় তুললেন সাংসদ অভিনেত্রী।
 

912

নো মেক আপ লুক, চোখে মোটা ফ্রেমের চশমা, লাল রঙের শীত পোশাকে গিটারে সুর তুলেছেন নুসরত জাহান। সোফায় বসে অবসর উপভোগ করছেন নায়িকা। 

1012

তবে নুসরতের ছবিটি তুলেছেন কে? ক্যাপশনে ছবি সৌজন্যে যশের নামই জ্বলজ্বল করছে। তবে নুসরত কিন্তু ছবির ক্যাপশনে থ্রো-ব্যাক বলে উল্লেখ করেননি। সুতরাং পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

1112

নুসরতের সঙ্গে যশের ঘনিষ্ঠতাকে 'নোংরামি' বলেও কটাক্ষ করেছেন নেটিজেনরা। স্বামীকে ছেড়ে যশের সঙ্গে কীভাবে বেহায়াপনায় মজেছেন নুসরত,তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

1212


তবে কি এভাবেই ধীরে ধীরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনছেন যশরত জুটি। একাধিক মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট সেকশন। তবে পুরো বিষয়টি নিয়ে দুজনেই 'স্পিকটি নট'।

Share this Photo Gallery
click me!

Latest Videos