২১-এর ভোটযুদ্ধ শেষ হয়ে গিয়েছে বঙ্গে। তৃণমূল বনাম গেরুয়া শিবিরের যুযুধান লড়াই যে ভালবাসার কাছে হার মেনেছে, তা আগেই প্রমাণ করেছে যশরত জুটি। ভোটপর্ব মিটতেই কি কাছের মানুষ যশের সঙ্গে খানিকটা সময় কাটাতে পাহাড়ে পাড়ি দিলেন নুসরত। তেমনটাই বলছে ইনস্টাগ্রাম প্রোফাইল। তৃণমূল-বিজেপি এখন অতীত,বরং কোয়ালিটি টাইম কাটাতেই পাহাড়ের নিভৃতে একে অপরের আরও কাছাকাছি এলেন যশরত জুটি।