প্রথম জন্মদিনেই সিবিচে পোজ, শুভেচ্ছাবার্তায় ভাসছে টলিউড হার্টথ্রব ইউভান

Published : Sep 12, 2021, 03:50 PM ISTUpdated : Sep 12, 2021, 05:17 PM IST

ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে টলিপাড়া। এক বছরে পা দিল ইউভান। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন রাজ চক্রবর্তী। মুহূর্তে শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিল নেট দুনিয়া। 

PREV
19
প্রথম জন্মদিনেই সিবিচে পোজ, শুভেচ্ছাবার্তায় ভাসছে টলিউড হার্টথ্রব ইউভান

দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল, মাতৃত্বের স্বাদ পেয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ ইউভানের প্রথম জন্মদিনে। 

29

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার উল্লেখ করেছিলেন রাজ চক্রবর্তী। এক বছরের জন্মদিনের আগেই সমুদ্র দর্শণ ইউভানের। 

39

মায়ের হাত ধরে পৌঁছে গিয়েছে সে পুরীতে। রাজ শুভশ্রী বরাবরই পুরীর জগন্নাথ দেবের ভক্ত। তাই এবার ইউভানকেও দর্শণ করিয়ে আনলেন। 

49

সেই ছবি শেয়ার করেছিলেন খোদ রাজ। এর কয়েকদিন কাটকে না কাটতেই রবিবার হাজির সেই ক্ষণ। এক বছরে পা দিল টলিউডের ছোট্ট সেলেব। 

59

সেলেব বলাই ভালো। জন্মলগ্ন থেকে সোশ্যাল মিডিায় ঝড় তুলে সকলের নজর কেড়েছে এই স্টারকিড। কখনও তৈমুর, কখনও কোয়েল পুত্রের সঙ্গে তুলনা। 

69

ঘুম থেকে ওঠা থেকে খেলাধুলা বেড়ে ওঠা, সবই যেন সকলের চোখের সামনে ঘটে। এবার সেই ছোট তারকাই সমুদ্র বিচে নজর কাড়ছে। 

79

একাই দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছে মিষ্টি পোজ। ইউভান, সোশ্যাল মিডিয়ায় জন্ম লগ্ন থেকেই যাঁর একাধিক প্রফাইল তৈরি হয়েছে। 

89

সেই সেলেবের জন্মদিনে এবার শুভেচ্ছার বন্যা। শুভশ্রী ও রাজ পুত্রের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। সেলেব মহলও তাই এদিন বাদ থাকল না। 

99

সকলেই তাকে আশীর্বাদ ও ভালোবাসায় ভরিয়ে দিল। যদিও বাড়িতে সারপ্রাইজ পার্টিতে স্পেশাল কী, তা এখনও প্রকাশ্যে আসেনি। 

click me!

Recommended Stories