'পথভোলা' থেকে 'খড়কুটো',সিনেমা থেকে ধারাবাহিকে স্বমহিমায় অভিষেক,ফিরে দেখা 'মিঠু'র সফরনামা

টলিউডের দুঃসময় আর কাটবে না। একরে পর এক মৃত্যুর খবরে ভেঙে চুরমার বিনোদন জগত। সাতসকালেই অভিষেক চট্টোপাধ্য়ায়ের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা টলিউউকে। টলি ইন্ডাস্ট্রির জন্য বড় ধাক্কা, যা সামলাতে পারছেন না অনুরাগী তথা বন্ধুরা। রাত ১ টার নাগাদ আনোয়ার শাহ রোডের বাড়িতে  প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা বিনোদন জগতে নক্ষত্রপতন যেন অকল্পনীয়। হৃদরোগই কেড়ে নিল তরতাজা প্রাণ। বাংলা চলচ্চিত্রের একটা সময় বক্স অফিসে একটানা হিরো ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Actor Abhishek Chatterjee Passes Away)। নব্বই-এর দশকে যদি বাংলার চলচ্চিত্রের মশালাদার ছবিতে বক্স অফিসে লক্ষ্মী টানায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন এক নম্বর জুটি তাহলে অবশ্যই দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away)।  অভিষেকের জীবনের প্রথম ছবি নন্দন দাশগুপ্তর 'অপরাধী' হলেও ১৯৮৬ সালের তরুণ মজুমদারের ছবি 'পথভোলা' দিয়ে কেরিয়ারের শুরু।  একসময়ে বড়পর্দা থেকে বিরতি নিলেও ধারবাহিকে তার অভিনয় দর্শকমন ছুঁয়েছে বারেবারে। 'পথভোলা' থেকে 'খড়কুটো', নব্বইয়ের দশক থেকে বতর্মান সময়-একঝলকে দেখে নেওয়া যাক অভিষেকের চলচ্চিত্র সফরনামা।

Riya Das | Published : Mar 24, 2022 11:57 AM
111
'পথভোলা' থেকে 'খড়কুটো',সিনেমা থেকে ধারাবাহিকে স্বমহিমায় অভিষেক,ফিরে দেখা 'মিঠু'র সফরনামা

বিনোদন জগতে নক্ষত্রপতন। টলিপাড়ার দাপুটে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মাত্র ৫৭ বছর বয়সে চলে যাওয়াটা বিনোদন জগতের জন্য বড় ক্ষতি। হৃদরোগই কেড়ে নিল তরতাজা প্রাণ। আর কোনওদিনই অভিষেক চট্টোপাধ্য়ায়কে আর বড়পর্দায় দেখা যাবে না। এই কথাটা  যেন কোনওমতেই হজম করতে পারছেন না টলি ইন্ডাস্ট্রির দর্শকরা (Abhishek Chatterjee has Passed Away)।
 

211


আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা  অভিষেক চট্টোপাধ্য়ায়। সাতসকালে এমন এক খবর শুনে সকলেই যেন হতবাক। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না কেউ।  রাত ১ টার পরই  প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের  (Abhishek Chatterjee has Passed Away) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে তথা তার পরিবারে। 

311

১৯৬৪ সালের ৩০ এপ্রিল উত্তর কলকাতায় তার জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। বরানগর রামকৃষ্ণ মিশনে তার পড়াশুনা। ছোট ও বড় পর্দায় সমান ভাবেই জনপ্রিয়তা ধরে রেখেছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রথমসারির অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়  (Abhishek Chatterjee has Passed Away)। 
 

411


অভিনয় ছিল অভিষেকের প্রাণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিষেক চট্টোপাধ্যায়  (Abhishek Chatterjee has Passed Away) ।
 

511


অভিষেকের জীবনের প্রথম ছবি নন্দন দাশগুপ্তর 'অপরাধী' হলেও ১৯৮৬ সালের তরুণ মজুমদারের ছবি 'পথভোলা' দিয়ে কেরিয়ারের শুরু।   তারপর একাধিক উল্লেখযোগ্য ছবি 'দহন', 'বাড়িওয়ালি', 'মধুর মিলন', 'আলো', 'মায়ের আঁচল', 'নীলাচলে কিরীটি' ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away) । 

611

 নব্বই-এর দশকে বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যস্ততম অভিনেতা ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় ।বাংলার চলচ্চিত্রের মশালাদার ছবিতে বক্স অফিসে লক্ষ্মী টানায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন এক নম্বর জুটি তাহলে অবশ্যই দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away)।  প্রসেনজিৎ, তাপল পালদের সঙ্গে এক সারিতেই তার নাম সর্বদাই জ্বলজ্বল করত।

711


টলি ইন্ডাস্ট্রির প্রতিভাশালী অভিনেতা উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো তারকাদের সঙ্গেও তার সাবলীল অভিনয় প্রশংসা কুড়িয়েছে। প্রথমসারির অভিনেত্রী ঋতুপর্ণা, শতাব্দী রায়ের সঙ্গেও চুটিয়ে কাজ করে অভিনয় দক্ষতা নিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away) । তার দাপুটে অভিনয় আজও সবার হৃদয়ে দাগ কেটে গেছে।
 

811

বাংলা সিনেমায় একটা সময় সাফল্য ও দাপটের সঙ্গে কাজ করলেও নায়ক থেকে আচমকাই পার্শ্বনায়কের চরিত্রে বেশি দেখা যেত অভিষেককে। সেই নিয়েও আক্ষেপের সুর ফুটে উঠেছিল অভিষেকের গলায়। প্রথমসারির অভিনেতা হয়েও বঞ্চনার শিকার হতে হয়েছিল অভিষেককে। একের পর এক ছবি থেকেও বাদ পড়তে হয়েছিল অভিনেতাকে (Abhishek Chatterjee has Passed Away)। সেই সময়টায় কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন অভিষেক, যাত্রা ও মাচা করেই সংসার চালাতে হয়েছিল অভিষেককে।

911

একটা সময় মাঝে টলিউড থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তারপরই বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বাংলা ধারাবাহিকে স্বমহিমায় ফিরে এসেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। একাধিক সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতা বুঝিয়ে দিয়েছিলেন। 'ইচ্ছেনদী', 'পিতা', 'অপুর সংসার', 'কুসুম দোলা', 'ফাগুন বউ', 'অন্দরমহল',  'মোহর', 'আঁচল', 'চোখের তারা তুই',  'খড়কুটো' -র মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছিলেনঅভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার আকস্মিক প্রয়াণে বাংলার বিনোদন জগৎ শোকস্তব্ধ (Abhishek Chatterjee has Passed Away)।  
 

1011


গত দু-তিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। এমনকী গতকালও একটি রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন অভিষেক। শুটিং সেটেই (Shooting Set) আচমকা অসুস্থ হয়ে পড়েন। তারপরই কোনওমতে বাড়িতে ফেরেন।  বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই স্যালাইনের ব্যবস্থাও করা হয়েছিল। চ্যানেলের শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে কয়েকবার বমিও করেন অভিষেক চট্টোপাধ্যায়। সেই সময়েই তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে তিনি মোটেই রাজি হয়নি। উল্টে বাড়িতেই চিকিৎসা করতে চান বলেছিলেন অভিনেতা। সেইমতো বাড়িতেই চিকিৎসা শুরু হয়। তারপরও শেষরক্ষা হল না (Abhishek Chatterjee has Passed Away)। 
 

1111

দীর্ঘদিনের পথচলা জীবনসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। । অভিষেক ও সংযুক্তার একটা ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়েই সুখের সংসার ছিল অভিষেকের। আচমকাই যেন তাতে ছন্দপতন। স্ত্রী-পরিবার, সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away)। আজই অভিনেতা শেষকৃত্য সম্পন্ন হবে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos