একটা সময় মাঝে টলিউড থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তারপরই বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বাংলা ধারাবাহিকে স্বমহিমায় ফিরে এসেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। একাধিক সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতা বুঝিয়ে দিয়েছিলেন। 'ইচ্ছেনদী', 'পিতা', 'অপুর সংসার', 'কুসুম দোলা', 'ফাগুন বউ', 'অন্দরমহল', 'মোহর', 'আঁচল', 'চোখের তারা তুই', 'খড়কুটো' -র মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছিলেনঅভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার আকস্মিক প্রয়াণে বাংলার বিনোদন জগৎ শোকস্তব্ধ (Abhishek Chatterjee has Passed Away)।