টলিউডের দুঃসময় আর কাটবে না। একরে পর এক মৃত্যুর খবরে ভেঙে চুরমার বিনোদন জগত। সাতসকালেই অভিষেক চট্টোপাধ্য়ায়ের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা টলিউউকে। টলি ইন্ডাস্ট্রির জন্য বড় ধাক্কা, যা সামলাতে পারছেন না অনুরাগী তথা বন্ধুরা। রাত ১ টার নাগাদ আনোয়ার শাহ রোডের বাড়িতে প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা বিনোদন জগতে নক্ষত্রপতন যেন অকল্পনীয়। হৃদরোগই কেড়ে নিল তরতাজা প্রাণ। বাংলা চলচ্চিত্রের একটা সময় বক্স অফিসে একটানা হিরো ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Actor Abhishek Chatterjee Passes Away)। নব্বই-এর দশকে যদি বাংলার চলচ্চিত্রের মশালাদার ছবিতে বক্স অফিসে লক্ষ্মী টানায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন এক নম্বর জুটি তাহলে অবশ্যই দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee has Passed Away)। অভিষেকের জীবনের প্রথম ছবি নন্দন দাশগুপ্তর 'অপরাধী' হলেও ১৯৮৬ সালের তরুণ মজুমদারের ছবি 'পথভোলা' দিয়ে কেরিয়ারের শুরু। একসময়ে বড়পর্দা থেকে বিরতি নিলেও ধারবাহিকে তার অভিনয় দর্শকমন ছুঁয়েছে বারেবারে। 'পথভোলা' থেকে 'খড়কুটো', নব্বইয়ের দশক থেকে বতর্মান সময়-একঝলকে দেখে নেওয়া যাক অভিষেকের চলচ্চিত্র সফরনামা।