পুজোয় আসছে 'SOS কলকাতা', মুক্তির আগেই ভিন্ন ঝলক নিয়ে যশ-নুসরত-মিমি

যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের 'এসওএস কলকাতা'র টিজার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অভিনেতা এবং অভিনেত্রীর ভক্তরা ছবিটি নিয়ে বেশ উৎসাহী। লকডাউনের মাঝে সমস্ত নিয়ামবলী মেনেই চলেছিল শ্যুটিং। সেটে কলাকুশলী ছিল কম। সেট থেকে নানা ছবি ভিডি দ্রুতগতিতে ভাইরাল হয়ে চলেছিল নেটদুনিয়ায়। মিমি চক্রবর্তী এই ছবিতে থাকছেন ক্যামিও চরিত্রে।

Adrika Das | Published : Oct 7, 2020 11:31 AM IST
110
পুজোয় আসছে 'SOS কলকাতা', মুক্তির আগেই ভিন্ন ঝলক নিয়ে যশ-নুসরত-মিমি

নুসরত জাহান, যশ দাশগুপ্ত এবং মিমি এই প্রথম একটি ছবিতে একসঙ্গে কাজ করবেন। 

210

করোনা আতঙ্কে কাটছে তিলোত্তমার দিনরাত। এরই মধ্যে বন্ধ ছিল বিনোদন জগতের সমস্ত শ্যুটিং এবং কাজ। 

310

সম্প্রতি নানা সতর্কতা মাথায় রেখেই শুরু হয়েছে ছবি ও সিরিয়ালের শ্যুটিং। পুজোর আগে খোলা হচ্ছে সিনেমা হলও।

410

তার আগেই প্রকাশ্যে এল ছবির অসংখ্য ঝলক। যেখানে ছবির প্রযোজক এনা সাহার কিছু ছবিও রয়েছে।

510

এছাড়া রয়েছে নুসরত এবং যশের ইনটেন্স মুহূর্তের ছবি। বিহাইন্ড দ্য সিনসের ঝলকও এসেছে প্রকাশ্যে।  

610

করোনার প্রকোপে যে বাংলা ছবির শ্যুটিং পর্থম শুরু হয় তা হল এসওএস কলকাতা। পরিচালনায় রয়েছেন অংশুমান প্রত্যূষ।

710

ছবিতে প্রধান ভূমিকায় থাকছেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান। ছবির চিত্রনাট্য অনুযায়ী, এই রোমাঞ্চকর গল্পটি বোনা হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে। 

810

পুজোতেই মুক্তি পেতে চলেছে এসওএস কলকাতা। এতদিন কোনও বিগ বাজেট ছবির ঘোষণা না পেয়ে যেন মর্চে ধরেছিল সিনেপ্রেমীদের মনে। 
 

910

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁরা। ওটিটি মুক্তি নয়, প্রেক্ষাগৃহে গিয়েই টলিউডের ছবি দেখতে চেয়েছিল ভক্তরা। 

1010


অবশেষে ইচ্ছাপূরণ হল সিনেপ্রেমীদের। এ বছর পুজোর জন্য অধীর আগ্রহে বসে তারা। ছবির জন্য শুভেচ্ছা জানিয়ে চলেছে ভক্তরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos