কথায় বলে একই রকম দেখতে সাতজন মানুষ গোটা পৃথিবীর বিভিন্ন কোণায় রয়েছে। আপনি যদি ভাগ্যবান হন তাহলে সেই লুক অ্যালাইককে একদিন খুঁজে পাবেন। বলিউড তারকাদের সঙ্গে এমন অনেক মিলই হলিউড তারকাদের রয়েছে। এমনকি খেলার দুনিয়ার ব্যক্তিত্বের সঙ্গেও মিল রয়েছে বলিউড ব্যক্তিত্বদের। তবে বলিউডের সঙ্গে বাংলার তারকার মিল কি রয়েছে। অবশ্যই রয়েছে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা ভ্যাম্পের সঙ্গে মুখের অবিকল মিল রয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার।