বড়দিনে জয়া যেন 'লাল পরী', শুভেচ্ছা জানাতেই অনুরাগীদের ভিড় বাংলাদেশি সুন্দরীর প্রোফাইলে

করোন আবহে বড়দিন। তাতে কি। আনন্দ থাকা চাই ষোলোয়ানা। বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা শহর। করোনা আবহকে পিছনে ফেলেই শহরবাসীর ক্রিসমাস পালন। একে অপরকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে সকলে। তার মাঝেই নেটিজেনদের নজর সেলেবদের ক্রিসমাস উদযাপনে। কীভাবে চলছে তাঁদের ক্রিসমাস পার্টি। তারকাদের অন্দরমহলে ঢুকতে কে না চায়। অফস্ক্রিনে তাঁদের পার্টি কেমন হয়, জানতে সর্বদা আগ্রহী সকল বিনোদনপ্রেমীরা। 

Adrika Das | Published : Dec 25, 2020 12:00 PM IST
18
বড়দিনে জয়া যেন 'লাল পরী', শুভেচ্ছা জানাতেই অনুরাগীদের ভিড় বাংলাদেশি সুন্দরীর প্রোফাইলে

এখন যদিও তাঁদের ক্রিসমাস সেলিব্রেশনের বিষয় জানতে বেশি খাটাখাটনি করতে হয় না। 

28

শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই উঁকি দিলেই পাওয়া যায় সেই খোঁজ। জয়া এহসানের প্রোফাইলে নজর যেতেই ধরা পড়ল লাল পরীর। 

38

বাকিদের মত জয়াও বেছে নিয়েছেন লাল রঙ। বড়দিনে লাল রঙ বেছে নেওয়াটাই স্বাভাবিক। 

48

তবে জয়ার সাজে রয়েছে ইউনিকনেস। অতিরিক্ত মেকআপ নয়, একেবারে সাদামাটা ভাবে ধরা দিলেন তিনি। 

58

ন্যুড মেকআপ সঙ্গে একজোড়া দুল। খোলা চুলেই মাত দিয়েছেন একের পর এক নায়িকাদের। 

68

লাল পোশাকে বরাবরের মত জয়ার বয়স যেন আরও কম মনে হচ্ছে। বেল্ট দেওয়া ড্রেস পরে দেখা গেল তাঁকে।

78

একাধিক ছবি পোস্ট করে জয়া সকল ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, "বড়দিনের শুভেচ্ছা কেবল একদিনের জন্য নয়। প্রতিদিন ভাল কাটুক সকলের।"

88

জয়ার রূপে মুগ্ধ হয়ে তাঁকে ক্রিসমাসে শুভেচ্ছা জানাতে প্রায় ভুলেই গিয়েছিল অনুরাগীরা। তাঁর রূপ এবং চিরযৌবনের প্রশংসাই হয়ে চলেছে বড়দিনেও।

Share this Photo Gallery
click me!

Latest Videos