শীতের (Winter Time) দুপুরে উষ্ণতার পারদ তুঙ্গে, শীতের রোদ গায়ে মেখে সানগ্লাস পরে জয়া আহসানের (Jaya Ahsan) পোষ্ট, হাতে কফি গম, পরনে শার্ট, ব্যস, এই টুকুতেই বোল্ড ডিভার বিউটিতে ঝড় উঠল নেট দুনিয়ায়। বরাবরই জয়া সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, মাঝে মধ্যেই নানান ছবি পোস্ট করে থাকেন তিনি নেট দুনিয়ার পাতায়।