নানা ঝড় ঝাপ্টার মধ্যে দিয়ে কাছাকাছি এসেছে মিতুল ও ইন্দ্র, ইন্দ্রের প্রেমে হাবুডুবু খেতে আরম্ভ করেছে মিতুল।সাম্প্রতিক এপিসোড দেখা গেল মিতুল ও ইন্দ্রকে এক রোম্যান্টিক মুহূর্ত একসঙ্গে উপভোগ করতে, গল্পের শুরুতে দেখানো হয়, ১৬ বছর বয়সে তাঁর বাবাকে হারায় গল্পের নায়িকা মিতুল।