মাতৃত্ব, কবীর, টলিউড, সব কিছু নিয়েই কি রচনার 'Didi No 1'-এ খোলামেলা কোয়েল

কবীরের জন্মের পর সোশ্যাল মিডিয়া ছাড়া নিজের মাতৃত্বের কথা সেভাবে খোলসা করেননি কোয়েল মল্লিক। এবারে কবীরকে নিয়ে নানা কথা বলতে জনসমক্ষে আসছেন কোয়েল। ছেলে কবীরকে সামলে কর্মক্ষেত্রে কামব্যাক সমস্ত নিয়ে এবার মুখ খুলবেন কোয়েল। এমনই আশা করে রয়েছে তাঁর ফ্যান ফলোয়ারসরা। তবে কোথায় আসছেন তিনি। এ কথা খোলসা করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। 

Adrika Das | Published : Feb 2, 2021 3:53 PM
18
মাতৃত্ব, কবীর, টলিউড, সব কিছু নিয়েই কি রচনার 'Didi No 1'-এ খোলামেলা কোয়েল

দিদি নং ১-এ শীঘ্রই আসছেন কোয়েল মল্লিক। রচনার সঙ্গে সম্প্রতি ভাইরাল হয়েছে কোয়েলের ছবি। 

28

দিদি নং ১-এর সেটেই তোলা হয়েছে এই ছবি। এমনই অনুমান করছে ভক্তরা। ব্যাকগ্রাউন্ডে ছবিতে ব্লার করা থাকলেও ভক্তদের দাবি এটি দিদি নং ১-এরই সেট। 

38

কোয়েলের পাশে দাঁড়িয়ে রচনা। ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন রচনা। 

48

ছবিটি রিশেয়ার করে নিজের ইনস্টা স্টোরিতে দিয়েছেন কোয়েল। কোনও ক্যাপশন ছাড়াই দু'জনে শেয়ার করেছেন পোস্টটি। 
 

58

ছবি দেখেই ইতিমধ্যেই উৎসাহিত ভক্তরা। তবে কি সত্যিই দিদি নং ১-এ আসছেন কোয়েল। কবীরকে নিয়ে কি নতুন নতুন অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি। 
 

68

প্রথমবার মা হওয়ার অনুভূতি, কবীরকে পাপারাৎজিদের থেকে দূরে রাখা। সাধারণ জীবন যাপন করা। 

78

এমনকি কবীরের জন্মের পরই কোয়েলের কোভিডে আক্রান্ত হওয়া, এই সমস্ত কিছু নিয়েই অনুরাগীদের কৌতূহল সাংঘাতিক। 

88

তবে ব্যক্তিগত জীবন নিয়ে চিরকালই খুব সিক্রেটিভ কোয়েল। দিদি নং ১-এ তিনি অথিতি হিসেবে এলেও ছেলে ও নিজের কাজ নিয়ে বেশি খোলসা না করেই সাধারণ অভিজ্ঞতাগুলি তুলে ধরতে পারেন কোয়েল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos