টলিউডের এখন হটকেক মধুমিতা সরকার। ঝোলে ঝালে অম্বলে, সবেতেই সঙ্গে চাই এই অভিনেত্রীকে, দিন দিন সেই পর্যায় পৌঁছে যাচ্ছে তাঁর জনপ্রিয়তা। পাল্টাচ্ছে সম্পর্কের সমীকরণ, পাল্টে যাচ্ছে জুটিও। তাই এবার হল যশ বদল।
Jayita Chandra | Published : Sep 14, 2021 12:54 PM / Updated: Sep 14 2021, 12:55 PM IST
টলিউড সফরে পা রাখার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল মধুমিতা, ধারাবাহিকে সকলের নজর কেড়েছিলেন পাখি চরিত্রে। বর্তমানে তিনি সিনে দুনিয়ার হটকেক।
একের পর নতুন সমীকরণে জুটি বাঁধছেন মধুমিতা। সদ্য যশের সঙ্গে অ্যালবাম শ্যুট করে ঝড় তুলেছেন তিনি নেট পাড়ায়। যার ফলে পুরোনো সম্পর্কের সমীকরণ আবারও যেন উষ্কে যায়।
এবার মধুমিতার সঙ্গে আবারও কই ফ্রেম হাজির অর্জুন চক্রবর্তী। না, এই জুটি ভক্তদের কাছে নতুন নয়। কারণ মধুমিতা ও অর্জুনের লাভ আজ কাল ছবি দেখেছেন বহু ভক্তই।
তবে মাঝে বেশ খানিকটা বিরতি, ছিল চিনি, তারপরই নয়া লুকে কনের সাজে যশের বিপরীতে মধুমিতা। এবার আবারও ফিরলেন পুরোনো লুকে।
কমলা রঙের শেডে অর্জুন-মধুমিতা একই পোজে , ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে নতুন কোনও ছবির খবর নয়। উপলক্ষ্য পুজো।
ব্যস এই টুকুই উল্লেখ থাকে মধুমিতার পোস্টে। পুজোর মরসুমে কভার ফোটোশ্যুটেই নজর কাড়ছেন তাঁরা। বর্তমানে তাই আবারও শিরোনামে এই জুটি।
মধুমিতার সঙ্গে অর্জুন চক্রবর্তীর সমীকরণে বেশ খুশি ভক্তমহল। তাঁদের আবারও এক ফ্রেমে দেখতে পেয়ে কমেন্ট সেক্স ভরে উঠল।
বর্তমানে মধুমিতার হাতে একের পর এক ছবির প্রস্তাব, সেই কারণেই বর্তমানে বেজায় ব্যস্ত তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি সর্বদাই।
ফিটনেস থেকে শুরু করে ড্রাইভিং, সব কিছুই ভক্তদের জন্য পোস্ট করে থাকেন মধুমিতা। ঝড়ের বেগে তা হয়ে ওঠে ভাইরাল। দিন দিন রূপ যেন ফেটে পড়ছে।
সাবেকি হোক বা ট্রেন্ডি আউটফিট, যে কোনও লুকে ভক্তদের ঘায়েল করতে সিদ্ধহস্ত এই টলিউড হট ডিভাই বর্তমানে মূল ফোকাসে, দিচ্ছেন কড়া টক্কর।