'দিলওয়ালো কি দিল্লি'-তেই Dil দিয়ে বসলেন মিমি, নেটদুনিয়ায় ফাঁস হল রহস্য

শহর কলকাতা ছেড়ে বর্তমানে দিল্লিতে রয়েছেন মিমি চক্রবর্তী। কর্মসূত্রেই সেখানে গিয়েছেন সাংসদ-অভিনেত্রী। সম্প্রতি দিল্লিতে গিয়েই দিল্লির শীতল আবহাওয়ায় মন খারাপ হয়েছিল মিমির। কারণ হল তাঁর পশুপ্রেম। একটি হনুমান বাইরে ঠান্ডায় থেকে বাঁচতে লাইট বাল্বের সাহায্য নিয়েছিল। সেই ভিডিওটি শেয়ার করেছিলেন মিমি। এবং নিজের দুঃখও প্রকাশ করেন সেখানে। মন খারাপের পালা ছেড়ে এখন খুশির মেজাজে সাংসদ। মনের আনন্দে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছেন মিমি। 

Adrika Das | Published : Feb 2, 2021 5:55 AM IST
18
'দিলওয়ালো কি দিল্লি'-তেই Dil দিয়ে বসলেন মিমি, নেটদুনিয়ায় ফাঁস হল রহস্য

কথায় বলে 'দিলওয়ালো কি দিল্লি'। সেই দিলওয়ালো কি দিল্লিতেই নিজের 'দিল' দিয়ে ফেললেন অভিনেত্রী। 

28

সকাল সকাল বেরিয়ে পড়েছেন মিমি। আশপাশে নেই কেউ। জনমানবহীন রাস্তায় এগিয়ে চলেছে মিমির গাড়ি। 

38

চলন্ত গাড়ি থেকেই করে চলেছে ভিডিও রেকর্ডিং। পার্লামেন্ট অফ ইন্ডিয়ার সামনে দিয়ে যেতেই নস্টালজিয়ায় ভাসলেন তিনি।

48

এখান থেকে দেড় বছর আগে শুরু হয়েছিল তাঁর অন্য পথচলা। রাজনীতির ময়দানে পা রেখেই তাঁর কাঁধে আসে একাধিক দায়িত্ব। 

58

ভক্তদের বিনোদনের জোগান দিতে দিতেই মানুষের সেবার জন্যও রাস্তায় নেমে পড়েন মিমি। পার্লামেন্টের পাশাপাশি দিল্লির বিভিন্ন কোণায় ঘুরলেন তিনি। 

68

হনুমানের খেলাও ভিডিওতে রেকর্ড করেছেন তিনি। এগুলিকে দেখে নিজের হাসিই চাপতে পারেননি মিমি। 

78

অন্যদিকে রাতের দিল্লি শহরকেও ক্যামেরায় তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় মেলে ধরলেন অভিনেত্রী। 

88

কলকাতা, জলপাইগুড়ির পর কোনও শহর যদি তাঁর খুব পছন্দ হয়ে থাকে তাহলে তা হল দিল্লি।   

Share this Photo Gallery
click me!

Latest Videos