সেপ্টেম্বর নয়, বরং একমাস আগেই আগস্টেই নুসরতের কোল আলো করে এল নতুন অতিথি। পাশাপাশি বাবা হলেন যশ দাসগুপ্ত। নুসরতের মা হওয়ার পরই একটি ছবি পোস্ট করেছেন যশ, যেখানে নিজের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন অভিনেতা। অভিনেতার নতুন পোস্টেই বাবা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। এমনকী নুসরত ও ছেলের ছবি দেখারও আবদার জানিয়েছেন ভক্তরা।