এবার 'দমবন্ধ ' হয়ে আসছে মিমির, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সাহায্য়ের আর্তি সোশ্যাল মিডিয়ায়

মিমি চক্রবর্তীকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। নিজের ইনস্টা পোস্টে সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন আমার দমবন্ধ হয়ে আসছে। হঠাৎ কী এমন হল অভিনেত্রীর।  মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন সাংসদ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সাহায্য়ের করুণ আর্তি জানিয়ে এ কী বললেন মিমি চক্রবর্তী।

Riya Das | Published : Feb 26, 2021 4:01 AM IST
19
এবার 'দমবন্ধ ' হয়ে আসছে মিমির, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সাহায্য়ের আর্তি সোশ্যাল মিডিয়ায়


একদিকে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন।  এককথায় তিনি যেন দশভূজা। 

29


ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তাদের স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। 

39

কয়েকদিন আগেই গার্লস গ্যাংয়ের সঙ্গে  গোয়া বেড়াতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। চুটিয়ে মজা থেকে পাওরি-তে রীতিমতো ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বাড়ি ফিরতে না ফিরতেই আবার কেন মন খারাপ শুরু হল নায়িকার।

49

কয়েকদিন আগেই গার্লস গ্যাংয়ের সঙ্গে  গোয়া বেড়াতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। চুটিয়ে মজা থেকে পাওরি-তে রীতিমতো ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বাড়ি ফিরতে না ফিরতেই আবার কেন মন খারাপ শুরু হল নায়িকার।

59

নিজের দুঃখের কথা নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টা পোস্টে সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, 'আমার দমবন্ধ হয়ে আসছে'। 

69

 মিমির কাছে ভালবাসার ঠিকানাই হল তার দুই সন্তান। কাজ, ডিপ্রেশন , ভাললাগার মুহূর্ত সবটাই নির্ধিদ্বায় এদের সঙ্গে শেয়ার করেন সাংসদ অভিনেত্রী। চিকো এবং ম্যাক্সোই হল তার দুই নয়নের মণি। 
 

79

চিকোর ছবি শেয়ার করে মিমি লেখেন, 'এটা লিখতে গিয়ে আমার দমবন্ধ হয়ে আসছে। আমি মানসিকভাবে বিধ্বস্ত। একদমই শ্বাস নিতে পারছি না। কারণ আমার বড় ছেলে চিকু অর্থাৎ ৮ বছরের ল্যাব্রাডরটি ক্যান্সারের আক্রান্ত'।

89


এখানকার চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন পুরোপুরি। এখানে কোনও অস্ত্রোপচার সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। আমি এখন চেন্নাই যেতে তাই। এই লড়াইয়ে আপনাদের সাহায্যের একান্ত প্রয়োজন। যদি কেউ সাহায্য করতে পারো দয়া করে কমেন্টে বা ইনবক্সে আমায় জানাও।

99


মিমির এই পোস্ট দেখা মাত্রই ভক্তদের এবং পশুপ্রেমীদের মন খারাপ হয়ে গেছে। অনেকেই চিকুর আরোগ্য কামনা করে পোস্ট করেছেন।  ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই পোস্ট।

Share this Photo Gallery
click me!

Latest Videos