'মুখ্যমন্ত্রীর জন্যও এই কাজ করি না', ভোটপ্রচারে মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কে নুসরত

২১-এর ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বঙ্গে। একদফার ভোট হয়ে গেলেও দলের প্রার্থীদের জন্য বিধানসভা নির্বাচনে জোরকদমে চলছে ভোটের প্রচার। তারকারাও সামিল হয়েছেন ভোট প্রচারে। দিন-রাত এক করে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। ভোটের উত্তাপের মধ্যেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। যা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি।

Riya Das | Published : Mar 29, 2021 6:00 AM IST
18
'মুখ্যমন্ত্রীর জন্যও এই কাজ করি না', ভোটপ্রচারে মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কে নুসরত


বিধানসভা নির্বাচনে জোরকদমে চলছে ভোটের প্রচার। ইতিমধ্যেই ভোটের প্রচারে বেরিয়ে গেছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। 

28

অশোকনগর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে উত্তর ২৪ পরগনা জেলার গুমা এলাকায় তৃণমূলের একটি রোড শো-তে উপস্থিত ছিলেন নুসরত।
 

38

রোদকে উপেক্ষা করেই  প্রায় ১ ঘন্টা হুড খোলা গাড়িতে ব়্যালি করেন নুসরত। পাশে ছিলেন প্রার্থী নারায়ণ গোস্বামী।
 

48


রোড শো শেষ করেই অশোকনগর বিধানসভার অন্তর্গত কচুয়া এলাকার একটি জনসভাতে যোগদানের কথা ছিল নুসরতের।

58


কিন্তু রোড শো শেষ হওয়ার আগেই প্রচারে বেরিয়েই  এ কী কান্ড করলেন নুসরত জাহান। আরও কিছুক্ষণ প্রচার চালিয়ে যাওয়ার কথা বলতেই তখনই বেঁকে বসেন নুসরত।
 

68


রোড শো শেষ হবার আগেই রেগে গিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে নুসরত জানান, এক ঘন্টারও বেশি সময় ধরে ব়্যালি করছি, মুখ্যমন্ত্রীর জন্যও তা করি না।

78

নুসরত বেফাঁস মন্তব্যকে কেন্দ্র করেই জোর জল্পনা বাড়ছে দলের অন্দরে। ফের নয়া বিতর্ক জড়িয়েছেন তারকা সাংসদ।

88

ভোটের আগের নুসরত ক্ষুব্ধ ভিডিও নিয়ে জল্পনা বাড়লেও এই ভিডিও সত্যতা যাচাই হয়নি এখনও।  

Share this Photo Gallery
click me!

Latest Videos