অভিনেত্রী লিখেছেন, প্রথম যখন তোমায় হাসপাতালে দেখেছিলাম তুমি আমার মন ছুঁয়ে গিয়েছিলে। আজ তোমার ৭ বছর। তুমিই প্রথম শিশু আমার জীবনে যাকে আমি এত ভালবাসি। তুমি আমাকে পাগল বলো, আসলে তুমিই আমাকে পাগল করে দাও। আমার খারাপ সময়ে তোমাকে জড়িয়ে ধরেই আমি সবথেকে বেশি তৃপ্তি পাই। তুমি ভাল থাকো, সুস্থ থাকো।