সিটি ও অ্যাডাম লিভাইনের লকড অ্যাওয়ে গানের সঙ্গেই রিল ভিডিও পোস্ট করেছেন নুসরত জাহান। এবং গানের মধ্য দিয়েই নিজের মনের কথা তুলে ধরেছেন নুসরত। তিনি বলছেন, 'আমি যদি নিজের খামতিগুলো মেলে ধরি, যদি আমি মনের জোর ধরে রাখতে না পারি, সত্যি বলো তাহলেও কি আমাকে আগের মতোই ভালবাসবে?'।