'হট অ্যান্ড বোল্ড' নুসরত কেমন ছিলেন ছোটবেলায়, উঁকি দিলেন পুরোনো নস্ট্যালজিয়ায়

টলিউডের সারা জাগানো অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমেই উঠে আসে নুসরতের নাম। বাংলা সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই সাংসদ অভিনেত্রীর। বন্দিদশায় একের পর এক তারকাদের পুরোনো সিক্রেটই যেন আবার পেজ-থ্রির পাতা সরগরম করছে। যদিও গৃহবন্দি দশায় সময় কাটাতে সকলেই যেন ডুব দিয়েছেন পুরোনো নস্ট্যালজিয়াতে।  সময় কাটাতে নিজের মতোন বিনোদনের রসদ খুঁজে নিচ্ছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় তারকাদের থ্রো-ব্যাক ভিডিও, ছবি আজকাল খুবই ভাইরাল হচ্ছে। সেই তালিকায় রয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সম্প্রতি পুরোনো স্মৃতিতে উঁকি দিয়ে ছোটবেলার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত জাহান।

Riya Das | Published : Aug 18, 2020 6:27 AM IST
110
'হট অ্যান্ড বোল্ড' নুসরত কেমন ছিলেন ছোটবেলায়, উঁকি দিলেন পুরোনো নস্ট্যালজিয়ায়

লকডাউনে পুরোনা স্মৃতির পাতায় চোখ পড়েছে  সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। 

210

টলিপাড়ার প্রথম সারির বাঙালি অভিনেত্রীর এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের নজর কেড়েছেন নুসরত। 

310

নিজের ইনস্টা পোস্টে ছোটবেলার ছবি শেয়ার করে নস্ট্যালজিয়ায় ফিরে গেছেন অভিনেত্রী।বিশেষত মায়ের সঙ্গে সময় কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নুসরত।

410

খচ্চরের পিঠে চড়ে মায়ের সামনে বসে হাসিমুখে  ছবিতে পোজ দিয়েছেন সাংসদ অভিনেত্রী। প্রতিটি ছবিতেই নেটদুনিয়ায় প্রশংসা কুড়িয়েছেন নুসরত জাহান।

510

ঘাগড়া পরে বোনের সঙ্গে ছবি পোস্ট করেছেন নুসরত। ঘাটের উপর বসে বোনের সঙ্গে মুহূর্তে ভাইরাল এই ছবি।
 

610

মুহূর্তের মধ্যে ছবিগুলি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। মুহূর্তের মধ্যে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে তার এই ছবিতে। 

710

ফোটোশ্যুট থেকে রিল ভিডিও সবেতেই  অ্যাক্টিভ নুসরত জাহান। ঘরবন্দি দশাতেই  রিল-এ একের পর এক ভিডিও পোস্ট করেও ঝড় তুলছেন নুসরত।

810

নিজের ছকভাঙা অভিনয়, এবং স্টাইল স্টেটমেন্ট-এ তিনি ইতিমধ্যেই নিজের এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন। নিজের উষ্ণ আবেদনপূর্ণ একের পর এক ছবি দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছেন তিনি। 

910


সম্প্রতি 'এসওএস কলকাতা'র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নুসরত। শেষবারের মতোন তাকে দেখা গিয়েছিল জিৎ এর বিপরীতে 'অসুর' ছবিতে।

1010

লকডাউন, করোনা মহামারী সব মিলিয়ে এর মধ্যেই জোরকদমে শুটিংয়ে ব্যস্ত নুসরত। আপকামিং ছবি  'এসওএস কলকাতা'তে নুসরত ছাড়া মিমি ও যশকেও দেখা যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos