'মা হতে চলেছেন কৌশানি', নেটদুনিয়ায় ভাইরাল 'বেবি বাম্প', ছবিতে বাড়ল জল্পনা

বলিউডে প্রেগনেন্সির আমেজ। করিনা কাপুর খান থেকে অনুষ্কা শর্মা মা হতে চলেছেন। টলিউডে প্রেগনেন্সির ফেজ কেটে গিয়েছে। সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুভশ্রীর ছেলে যুবান চক্রবর্তী ইতিমধ্যেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। জন্মের একদিনের মাথায় একটি ফ্যান পেজ খোলা হয়েছে তার। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাবা রাজ চক্রবর্তীও। তবে এবারে শুভশ্রীর থেকে নজর ঘুরেছে কৌশানি মুখোপাধ্যায়ের দিকে। 

Adrika Das | Published : Sep 15, 2020 4:05 PM / Updated: Sep 15 2020, 04:09 PM IST
110
'মা হতে চলেছেন কৌশানি', নেটদুনিয়ায় ভাইরাল 'বেবি বাম্প', ছবিতে বাড়ল জল্পনা

কৌশানির ভাইরাল হওয়া ছবিতে নেটিজেনদের মাথায় হাত। মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী। 

210

সাদা কালো পোশাকে কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে কৌশানি। পিছনেই দাঁড়িয়ে অভিনেতা এবং কৌশানির প্রেমিক বনি সেনগুপ্ত। 
 

310

কৌশানি পেটের কাছটা নজরে আসার মত ফুলে রয়েছে। বিরাট অনুষ্কার মতই পোজে দাঁড়িয়ে কৌশানি এবং বনি।

410

ছবি ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে। তবে কি মা হতে চলেছেন কৌশানি। এমনই অনুমান করে চলেছে ভক্তরা। 

510

সম্প্রতি ভাইরাল হওয়া একটি মিমও মাথায় এসেছে সকলের। সাদা কালো পোলকা ডটস পোশাক মানেই খুশির খবর নিয়ে আসছেন গ্ল্যামার দুনিয়ার তারকারা। 

610

নাতাশা স্ট্যানকোভিক এবং হার্দিক পান্ডের একটি ছবিও ভাইরাল হয় যেখানে নাতাশা সাদা কালো পোলকা ডটেড পোশাক পরেছিলেন। 

710

অনুষ্কা এবং বিরাট যে সময় খুশির খবরের কথা জানান, অনুষ্কা সাদা কালো পোলকা ডটেড একই ডিজাইনের পোশাক পরেছিলেন। 

810

এবারও তার অন্যথা হল না। কৌশানি পোলকা ডটেড পোশাক না পরলেও সেই সাদা কালো পোশাকেই সেজে উঠেছিলেন।

910

বনি এবং কৌশানির এই ছবিটি বেশ পুরনো। সেই ছবিটি নেটদুনিয়ায় ফের ভাইরাল হয়। ছবিতে কৌশানির পেট খানিক ফোলা লাগছিল। 

1010

যা দেখেই এমন মন্তব্য করে বসে তাঁদের ভক্তরা। তবে এমন কোনও খবরই নেই। কৌশানি এবং বনি এখন রীতিমত নিজেদের ডেট করছেন জোর কদমে।   

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos