নুসরত জাহান এবং নিখিল জৈনকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সামনেই দ্বিতীয় বিবাহবার্ষিকী। ২ বছর পূর্ণ হতেই আর বাকি কয়েকদিন বাকি। রূপকথার বিয়ে থেকে বিচ্ছেদ নিখিল- নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আজও তুঙ্গে। দীর্ঘ ৬ মাস ধরেই আলাদা রয়েছেন মিঁয়া-বিবি। তবে খুব শীঘ্রই আবার দেখা হতে চলেছে নুসরত-নিখিলের। তবে সেই সাক্ষাৎ যে খুব একটা সুখকর নয়, তা বোঝাই যাচ্ছে। কারণ দীর্ঘ দিনের বিচ্ছেদের পর সোজা আলিপুর আদালতেই দেখা হতে চলেছে নুসরত-নিখিলের।