গভীর খাদের কাছে দাঁড়িয়ে এ কী করছেন নিখিল, নুসরতকে কি ভোলার চেষ্টায় তিনি

টলিপাড়ার হট টপিকে এখন তিনটে নাম। নুসরত জাহান, যশ দাশগুপ্ত এবং নিখিল জৈন। নুসরত ও নিখিলের বৈবাহিক জীবনে ঢুকে পড়েছেন যশ। অন্যদিকে অভিনেত্রী ত্রিধা চৌধুরির সঙ্গে বন্ধুত্ব শুরু হয়েছে নিখিলের। তবে কি সেলেব দম্পতির দু'জনেই মজে। এই প্রশ্নই উঠছে সোশ্যাল মিডিয়া জুড়ে। নিখিল এবং নুসরত একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যদিও সবটাই পরোক্ষভাবে। 

Adrika Das | Published : Jan 30, 2021 6:48 AM IST
18
গভীর খাদের কাছে দাঁড়িয়ে এ কী করছেন নিখিল, নুসরতকে কি ভোলার চেষ্টায় তিনি

সম্প্রতি নিজের ছুটি কাটানোর বিভিন্ন ছবি, ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে গিয়েছেন নিখিল। 

28

বন্ধু বান্ধবদের সঙ্গে হই হুল্লোড়। নাইটক্লাবে পার্টি। সবই ঠিকভাবেই চলছে নিখিলের জীবনে। 

38

তবে কি সত্যি মনের শান্তি খুঁজে পেয়েছেন পাহাড়ি পরিবেশে। ভ্রমণের কিছু পোস্টে সন্দেহ প্রকাশ করেছে ভক্তরা। 

48

নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের সন্দেহের কথা ব্যক্ত করেছে নিখিলের রিসেন্ট পোস্ট দেখে। 

58

পাহাড়ি রাস্তায় অনেক উঁচুতে উঠে গিয়েছেন তিনি। সেই কোন উঁচুতে উঠে গোটা পৃথিবীটাকে দেখার চেষ্টায় নিখিল। 

68

তবে ভিডিওটি দেখে খানিক ভয়ও পেয়েছে নেটিজেনরা। খাদের একদম কাছে দাঁড়িয়ে নিখিল। 

78

সেখান থেকে ওয়ান এইট্টি ডিগ্রি ভিডিও শ্যুট করছেন নিখিল। যা দেখে যে কারও ভয় পাওয়াটাই স্বাভাবিক। 

88

নেটিজেনদের ভয়, নুসরতের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার দুঃখে ভুল না করে বসেন নিখিল। যদিও এমন কোনও সাংঘাতিক পদক্ষেপ নিখিল নেবেন না।  

Share this Photo Gallery
click me!

Latest Videos