তবে যশ প্রতি মুহূর্তে কীভাবে তাকে মানসিক ভাবে সাপোর্ট দেন সেকথা জানিয়েছেন নুসরত (Nusrat Jahan)। নায়িকা বলেন, মানুষ যেভাবে তাকে নিয়ে বিতর্ক তৈরি করেছে, সেই খবর অন্তঃসত্ত্বা কালীন দেখে মাঝে মধ্যেই ভেঙে পড়তাম। সেই সময় তাকে সাপোর্ট দিতেন যশ। পাশাপাশি ছেলে জন্মের পরও ঈশানের দায়িত্ব সমানভাবে সামলাচ্ছেন অভিনেতা।