বিবাহবিচ্ছেদের পর যশের জন্য কেমন অনুভূতি সেই প্রসঙ্গে শ্বেতা জানিয়েছেন,যশ তার ছেলের বাবা, সেই সূত্রে যতটুকু যোগাযোগের দরকার ততটুকুই রয়েছে। ডিভোর্সের সময়েই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ছেলেকে পারস্পারিক হেফাজতের অধীনে মানুষ করবেন। যদিও ছেলে মা শ্বেতার কাছে থাকেন না বলেই জানিয়েছেন।