এই প্রথমবার অভিনেত্রীকে রেডিও হোস্টের ভূমিকায় দেখা যাবে। 'ইশক এফএম'-এ (Ishq with Nusrat) এবার নতুন রেডিও শো (Radio Show)নিয়ে আসছেন নুসরত জাহান (Nusrat Jahan)। যার নাম - 'ইশক উইথ নুসরত','ভালবাসায় বোল্ড'। কী থাকতে চলেছে নুসরতের এই শো-তে , তা নিয়ে জল্পনা বাড়ছে।