বিয়ের আগে প্রি-হানিমুনে মলদ্বীপে গিয়ে Covid-19 পজিটিভ ঐন্দ্রিলা, রিপোর্ট নেগেটিভ অঙ্কুশের

টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে।  বিয়ের আগেই প্রি-হানিমুন সারতে সুদূর মলদ্বীপে উড়ে গিয়েছেন অঙ্কুশ -ঐন্দ্রিলা। কখনও বালিয়াড়িতে শুয়ে আবারও নীল জলরাশির মধ্যেই হট ফটোশ্যুটে ঝড় তুলেছেন টলিপাড়ার হট কাপল। ঘুরতে গিয়েও মিলল না রেহাই। মলদ্বীপে গিয়ে উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন ফাগুন বউ-এর ঐন্দ্রিলা। তবে হবু বর এখন সুস্থ রয়েছেন। ঐন্দ্রিলা পজিটিভ হলেও রিপোর্ট নেগেটিভ অঙ্কুশের।

Riya Das | Published : Apr 1, 2021 10:23 AM / Updated: Apr 01 2021, 10:27 AM IST
111
বিয়ের আগে প্রি-হানিমুনে মলদ্বীপে গিয়ে Covid-19 পজিটিভ ঐন্দ্রিলা, রিপোর্ট নেগেটিভ অঙ্কুশের

বিয়ের আগেই প্রি-হানিমুন সারতে সুদূর মলদ্বীপে উড়ে গেছেন টলিপাড়ার লাভবার্ডস অঙ্কুশ -ঐন্দ্রিলা।  নীল জলরাশির মধ্যে প্রেমিকাকে কাছে টেনে ঘনিষ্ঠ আলিঙ্গন, প্রতিটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

211

বিয়ের আগেই প্রি-হানিমুন সারতে সুদূর মলদ্বীপে উড়ে গেছেন টলিপাড়ার লাভবার্ডস অঙ্কুশ -ঐন্দ্রিলা।  নীল জলরাশির মধ্যে প্রেমিকাকে কাছে টেনে ঘনিষ্ঠ আলিঙ্গন, প্রতিটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

311

মলদ্বীপে গিয়ে উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন ফাগুন বউ-এর ঐন্দ্রিলা। তবে হবু বর এখন সুস্থ রয়েছেন। ঐন্দ্রিলা পজিটিভ হলেও রিপোর্ট নেগেটিভ অঙ্কুশের।

411

উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়ে প্রথমসারির সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলা জানিয়েছেন, এবছরের জন্মদিনটা এমন হবে তা ভাবতেই পারছেন না নায়িকা। জন্মদিনের আগে কলকাতা ফিরতে না পেরে হতাশ অভিনেত্রী।

511

অভিনেত্রী আরও জানিয়েছেন, ২৭ মার্চ কলকাতা  ফেরার কথা ছিল অঙ্কুশ-ঐন্দ্রিলার। সেইমতো ২৬ মার্চ কোভেডি টেস্ট করা। কারণ ফ্লাইটে উঠার আগে এটা বাধ্যতামূলক।

611


করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ঐন্দ্রিলার। অন্যদিকে রিপোর্ট নেগেটিভ অঙ্কুশের।

711


উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়ে এখনও বিশ্বাসই করতে পারছেন না নায়িকা। না কোনও উপসর্গ না কোনও ক্লান্তি, শুধু রিপোর্টটাই পজিটিভ।

811

রিপোর্টে গন্ডগোল আছে বলেই মনে করছেন ঐন্দ্রিলা। সন্দেহের সুরে নিজেই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।

911


বর্তমানে মলদ্বীপের এক রিসর্টেই রয়েছেন ঐন্দ্রিলা। তবে করোনা পজিটিভ হওয়ার কারণে আগামী ১২-১৩ এপ্রিল পর্যন্ত মলদ্বীপেই থাকতে হবে অভিনেত্রীকে। রিপোর্ট নেগেটিভ হলেই দেশে ফেরার ছাড়পত্র পাবেন অঙ্কুশ।
 

1011

আইসোলেশনে থাকাকালীন প্রেমিকার জন্য ছোটখাটো বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেছেন অঙ্কুশ। বর্তমানে করোনায় আক্রান্ত হবু বউ-এর পাশে রয়েছেন অঙ্কুশ।

1111

আইসোলেশনে থাকাকালীন প্রেমিকার জন্য ছোটখাটো বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেছেন অঙ্কুশ। বর্তমানে করোনায় আক্রান্ত হবু বউ-এর পাশে রয়েছেন অঙ্কুশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos