পরপুরুষের সঙ্গে নিজের বিছানায় এই জনপ্রিয় বাঙালি অভিনেত্রী, ভাইরাল হতেই যা হল

'সবিনয় নিবেদন' টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার। সালটা ২০১১। বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। সম্প্রতি ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ। এর পিছনের আসল রহস্যটাই বা কী, এই প্রশ্নের মুখেই দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি টেলিজগতের গন্ডি পেরিয়ে বড়পর্দায় জনপ্রিয় মুখ মধুমিতা। এর পাশাপাশি চেনা ছক ভেঙে নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী। প্রথম ছবিতেই  নায়কের সঙ্গে চুম্বন থেকে শয্যাদৃশ্যে অন্তরঙ্গতায় মজেছেন অভিনেত্রী। আর এটাই কি মূল ইউএসপি মধুমিতার। জেনে নিন বিশদে।

Riya Das | Published : Feb 11, 2020 7:38 AM IST / Updated: Feb 25 2020, 04:12 PM IST
112
পরপুরুষের সঙ্গে নিজের বিছানায় এই জনপ্রিয় বাঙালি অভিনেত্রী, ভাইরাল হতেই যা হল
প্রেম, যৌনতা, অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মধুমিতা সরকার।
212
'পাখী', 'ইমন' চরিত্রের জন্যই প্রবল জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। নিজের পরিচিতিতে নয় বরং সিরিয়ালের নামের পরিচিতিতেই যেন একডাকে সবাই চেনে তাকে।
312
প্রথম ছবিতেই ট্যাবু ভেঙে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। নায়কের সঙ্গে চুম্বন থেকে শয্যাদৃশ্যে অন্তরঙ্গতায় মজেছেন অভিনেত্রী।
412
তার মধ্যেই একের পর এক হট ফটোশ্যুটে ঘুম উড়োচ্ছেন পুরুষদের।
512
আপকামিং ছবি 'লভ আজ কাল পরশু' ছবিতে দেখা যাবে মধুমিতাকে। অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে।
612
এই ছবিকে ঘিরেই হাজারো প্রশ্নচিহ্নের মুখে পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার।
712
স্যুইমিং পুলে জলের তলায় চুম্বন থেকে শুরু করে ঘনিষ্ঠ শয্যাদৃশ্যে তিনি রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়।
812
যত দিন যাচ্ছে হু হু করে বাড়ছে তার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা। তবে এটাই কি মূল ইউএসপি মধুমিতার, এই প্রশ্নও উঠে আসছে।
912
২০২০ -তে দাঁড়িয়ে প্রেমের ছবিতে যৌনতা থাকবে না, এটা যেন বড্ড বোকা বোকা, জানিয়েছেন মধুমিতা।
1012
টেলিসিরিয়ালের ইমন বা পাখিকে অন্তরঙ্গতায় দেখে দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে সেটাও বড্ড চিন্তার ছিল মধুমিতার কাছে। দর্শক কীভাবে সবকিছু নেবে। তারপর সবটাই যেন হয়ে গেল।
1112
ছবিতে তিনটে ভালবাসার ধাপ রয়েছে । আর তাতে কেমন অভিনয় করবে পাখি আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দর্শককূল।
1212
লাইমলাইট থেকে ব্যক্তিগত জীবন সবেতেই কৌতুহলী দর্শক। কিন্তু দর্শকদের সেই কৌতুহলকে বজায় রেখে তিনি রয়েছেন খোশমেজাজে।
Share this Photo Gallery
click me!

Latest Videos