অঝোর বৃষ্টিতে চরম ঘনিষ্ঠতা, 'Pregnant' নুসরতের সঙ্গে তিলোত্তমায় খুল্লামখুল্লা রোম্যান্সে মজলেন যশ

লুকোছাপা-রাখঢাক অনেক হয়েছে। এবার সময় এসেছে মুখ খোলার। এতদিন আকার ইঙ্গিতে নিজেদের সম্পর্কের কথা বললেও নীতি পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করেই বৃষ্টিভেজা দিনে টলিপাড়ার হবু মা নুসরতের সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজলেন যশ দাশগুপ্ত। অন্তসত্ত্বা প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠতার মুহূর্ত নিমেষে ভাইরাল।
 

Riya Das | Published : Aug 4, 2021 5:50 PM
19
অঝোর বৃষ্টিতে চরম ঘনিষ্ঠতা, 'Pregnant' নুসরতের সঙ্গে তিলোত্তমায় খুল্লামখুল্লা রোম্যান্সে মজলেন যশ
লুকোছাপা-রাখঢাক অনেক হয়েছে। এবার সময় এসেছে মুখ খোলার। এতদিন আকার ইঙ্গিতে নিজেদের সম্পর্কের কথা বললেও নীতি পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করেই বৃষ্টিভেজা দিনে টলিপাড়ার হবু মা নুসরতের সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজলেন যশ দাশগুপ্ত। অন্তসত্ত্বা প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠতার মুহূর্ত নিমেষে ভাইরাল।
29
লুকোছাপা-রাখঢাক অনেক হয়েছে। এবার সময় এসেছে মুখ খোলার। এতদিন আকার ইঙ্গিতে নিজেদের সম্পর্কের কথা বললেও নীতি পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করেই বৃষ্টিভেজা দিনে টলিপাড়ার হবু মা নুসরতের সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজলেন যশ দাশগুপ্ত। অন্তসত্ত্বা প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠতার মুহূর্ত নিমেষে ভাইরাল।
39
বর্ষার সঙ্গে প্রেমের এক নিবিড় সম্পর্ক রয়েছে। আর অঝোর বৃষ্টির মধ্যে হবু মা নুসরতকে নিয়ে লাঞ্চ ডেটে তিলোত্তমায় হাজির যশ। অন্তঃসত্ত্বা প্রেমিকার দেখভাল যত্ন সহকারেই করছেন যশ।
49

Nusrat

59
দুজনের পোশাকেরও দারুণ মিল ছিল। নীল রঙেই সেজেছিলেন দুজনে। প্রকাশ্যে রাস্তায় হাতে হাত দিয়ে তিলোত্তমার বুকে এর আগে কখনও দেখা যায়নি যশ-নুসরতকে। আসলে কোনও কিছুকেই আর পাত্তা দিচ্ছেন না তারা।
69
নুসরতের ইনস্টাগ্রামে ঢু মারলেই দেখা যাবে বৃষ্টিভেজা দিনে এজিসি বোস রোড ফ্লাইওভারের উপর দিয়ে যখন হু হু গাড়ি চলছে তখন ব্যাকগ্রাউন্ডে চলছে বৃষ্টির প্রেমের গান। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ছবি।
79
বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী। যদি প্রেগন্যান্সিতেও থেমে নেই তিনি। গর্ভের সন্তানকে নিয়েই একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী।
89
আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরেই আসতে চলেছে নুসরতের গর্ভের সন্তান। তাই এই সময়টাতে প্রেমিকাকে চোখে চোখে রাখছেন যশ। আর তার ঝলকই চোখে পড়ল প্রথমবার।
99
নুসরত বলেছেন, বর্তমানে এই সময়টাতে সবসময় নিজের শরীরের খেয়াল রাখছি। নিজে খুশি ও পজিটিভ থাকার চেষ্টা করছি। আর যেটুকু কাজ করছি তার পুরোটাই অনলাইনে। তবে মাঝে কিছু বিজ্ঞাপনের ফোটোশ্যুট করেছি।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos