Published : Aug 26, 2021, 11:09 AM ISTUpdated : Aug 26, 2021, 11:19 AM IST
প্রেগন্যান্সির পর ডেলিভারি। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই খবর, আর কিছুক্ষণের মধ্যেই মা হতে চলেছেন নুসরত জাহান। সূত্রের খবর, প্রেমিক যশকে নিয়েই শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরত জাহান। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর। কখন আসবে সুখবর, সেই সময়েরই অপেক্ষায় প্রেমিক যশ থেকে ভক্তরা। এবার হাসপাতালের কেবিন থেকেই সাত সকালেই ছবি পোস্ট করেছেন নুসরত, কেমন অনুভূতি হবু মায়ের, নিজেই জানিয়ে দিলেন পোস্টে।
গতকাল রাতেই প্রেমিক তথা সহবাস সঙ্গী যশকে নিয়েই শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গেছেন নুসরত জাহান। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর।
211
প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন নুসরত জাহান। আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই নুসরত জাহানকে নিয়ে জল্পনা বাড়ছে।।
311
রাত প্রায় ১১ টা। সেই সময়েই হাসপাতালে প্রবেশ করে নুসরতের গাড়ি। চারপাশে অনুরাগীদের ভিড় হলেও নিরাপত্তা ছিল কঠোর। অভিনেত্রীর ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কঠোর নিরাপত্তা রাখা হয়েছে।
411
কলকাতার পার্কস্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে ৫১১ নম্বর বেডে রয়েছেন নুসরত জাহান। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় অস্ত্রোপচার হতে পারে নুসরতের।
511
কখন আসবে সুখবর, সেই সময়েরই অপেক্ষায় প্রেমিক যশ থেকে ভক্তরা। এবার হাসপাতালের কেবিন থেকেই সাত সকালেই ছবি পোস্ট করেছেন নুসরত, কেমন অনুভূতি হবু মায়ের, নিজেই জানিয়ে দিলেন পোস্টে।
611
বৃহস্পতিবার সকালেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন নুসরত। হবু সন্তানের অপেক্ষায় রয়েছেন নুসরত।
সেপ্টেম্বর নয়, বরং একমাস আগেই আগস্টেই নুসরতের কোল আলো করে আসতে চলেছে নতুন অতিথি। মা হওয়ার সময় কে থাকবেন নুসরতের সঙ্গে সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। পরিবার নাকি প্রেমিক কে থাকবে তার সি-সেকশনের সময়।
1011
নুসরতের গর্ভের সন্তানের বাবার পরিচয় এখনও জানা যায়নি। পিতৃপরিচয় গোপন রেখেই মা হতে চলেছেন নুসরত। তবে সন্তানের পিতা যশ কিনা তাও খোলসা করেননি অভিনেত্রী।
1111
সেপ্টেম্বর নয়, বরং একমাস আগেই আগস্টেই নুসরতের কোল আলো করে আসতে চলেছে নতুন অতিথি। মা হওয়ার সময় কে থাকবেন নুসরতের সঙ্গে সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। পরিবার নাকি প্রেমিক কে থাকবে তার সি-সেকশনের সময়।